নিহতের ঘটনায় একে অপরকে দুষছে তাবলিগ জামাতের উভয় পক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০০: ১৭
সংবাদ সম্মেলনে কথা বলেন সাদপন্থী নেতা মুফতি মুহাম্মদ শফিউল্লাহ মাক্কী। ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাত বাংলাদেশের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে উভয় পক্ষের মধ্যে ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে চারজন মারা গেছেন। এই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষই সংবাদ সম্মেলন করেছে। সাদ কান্ধলভীর অনুসারীরা সংঘর্ষ ও নিহতের ঘটনায় জুবায়েরপন্থীদের দায়ী করে ৬ দফা দাবি উত্থাপন করেছেন। অন্যদিকে জুবায়েরপন্থীরা জানিয়েছেন, আসন্ন ইজতেমা তাদের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে এবং সাদপন্থীরা ইজতেমা আয়োজনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাদপন্থী নেতা মুফতি মুহাম্মদ শফিউল্লাহ মাক্কী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ছয় দফা দাবি জানান।

মুফতি মাক্কী অভিযোগ করে বলেন, ‘গত ১৭ ডিসেম্বর টঙ্গীতে জোড়ের কাজ করতে যাওয়ার পথে সাদপন্থী তাবলিগ জামাতের সাথিরা জুবায়েরপন্থীদের পরিকল্পিত হামলার শিকার হয়। রাত আনুমানিক ২টার দিকে টঙ্গীর কামারপাড়ায় ইজতেমা ময়দানের পাশে গাড়িবহরে নৃশংস হামলায় বগুড়ার সাথি বেলা আহমদ (৬৫) নিহত হন।’

তিনি এই হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপের নিন্দা জানান।

মঙ্গলবারের সংঘর্ষের পর সারা দেশে সাদপন্থীদের ওপর নির্যাতন নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল (বুধবার) রাতে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে। যার মধ্যে নিকুঞ্জ মাদ্রাসায় হেফাজত এবং জুবায়েরপন্থীদের হামলার ঘটনা উল্লেখযোগ্য। অনেক সাথি এখনো গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমনকি ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত সাথিদের সেবা গ্রহণেও বাধা দেওয়া হচ্ছে।’

এ সময় তিনি ছয় দফা দাবি জানান। তিনি বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাকরাইল মসজিদে সাদপন্থীদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুযোগ দিতে হবে। টঙ্গীর ইজতেমা মাঠ সরকার নিয়ন্ত্রণে নিয়ে সাদপন্থীদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে। আসন্ন বিশ্ব ইজতেমা সুন্দরভাবে আয়োজনের জন্য সরকার এবং সংশ্লিষ্টদের সহায়তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে সাদপন্থীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে এবং মসজিদে বাধা সৃষ্টির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাবলিগের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী আসলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান, জুবায়েরপন্থি তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, জুবায়েরপন্থীদের নেতৃত্বেই আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমা নির্ধারিত সময়েই হবে জানিয়ে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আগামী জানুয়ারির ৩১, ফেব্রুয়ারির ১ ও ২ তারিখে ইজতেমা হবে এবং তা আমাদের নেতৃত্বেই হবে।’ সাদপন্থীরা ইজতেমা করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা কীভাবে করবে? তারা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছে। ওলামায়ে কেরাম এই বিষয়টি বিবেচনা করবেন কারণ দ্বীনের ধারক ও বাহক ওলামায়ে কেরাম।’

ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী আসতে চাইলে জুবায়েরপন্থীরা বাধা দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই বাধা আসতে পারে। একজন লোক এখানে এসে বারবার কোরআন-সুন্নাহবিরোধী বক্তব্য দেবেন, মানুষকে আকিদা থেকে দূরে সরানোর চেষ্টা করবেন। ওলামায়ে কেরামের পক্ষ থেকে কি বাধা আসবে না? অবশ্যই বাধা আসবে।’

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, ‘কোনো ধরনের সংঘর্ষ বা সংঘাত যাতে না হয়, সে বিষয়ে প্রশাসন থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাদপন্থীরা হঠাৎ জোড়ের ঘোষণা দেয়, যা প্রশাসনের সিদ্ধান্তের বাইরে ছিল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘তারা সারা দেশ থেকে লোকজনকে আসার জন্য ডাকে এবং তাদের সঙ্গে টর্চলাইট নিয়ে আসতে বলে। যেখানে এখন বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা প্রায় নেই। সেখানে এই টর্চ দিয়ে তারা কী করবে? এটি স্পষ্ট করে যে, তারা রাতের গভীরে আমাদের লোকেরা ঘুমন্ত অবস্থায় থাকলে আক্রমণ করবে। তারা আমাদের তিনজন সদস্যকে হত্যা করেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত