মো. হুমায়ূন কবীর, ঢাকা
কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করায় গত বৃহস্পতিবার থেকে কমিশনশূন্য নির্বাচন ভবন। কবে এবং কোন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো আলোচনা নেই।
সাচিবিক কিছু কাজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন অন্যান্য কাজে নির্বাচন কমিশনারদের মতামত নিয়ে কাজ করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এমন পরিস্থিতিতে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার আগে পর্যন্ত চলার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাইবে ইসি সচিবালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নির্বাচন কমিশনারদের পদ শূন্য থাকা অবস্থায় কমিশন সচিবালয় কীভাবে কার্যক্রম পরিচালনা করবে? জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ইসি সচিবালয়ের বেশির ভাগ সাচিবিক কাজ সচিবই সম্পন্ন করতে পারেন। সচিবের ক্ষমতার বাইরের বাজেট বা কর্মকর্তাদের ছুটির ক্ষেত্রে সিইসির পরামর্শ নিতে হয়। আবার নতুন দলের নিবন্ধনসহ কিছু ক্ষেত্রে কমিশনারদের মতামত নিতে হয়। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয় কীভাবে চলবে সে বিষয়ে আমরা মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ চাইব।
নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা অবগত আছেন বলেও জানান তিনি।
এ দিকে কমিশনার শূন্য হওয়ার পর প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে সারা দিন তেমন কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি। বিকেল ৪টায় সব কর্মকর্তাকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ইসি সচিব। বৈঠকে জনগণের সেবা নিশ্চিতে দিকনির্দেশনা দেন সচিব। সভায় কর্মকর্তাদের পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করে নাগরিক ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কর্মকর্তারা সভায় জানান, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলেও নাগরিকেরা বা ঊর্ধ্বতম কর্মকর্তারা নথি উপস্থাপনের আগে এ বিষয়ে কিছু জানতে পারেন না। তাই এ বিষয়ে সিস্টেম ডেভেলপ করতে হবে যাতে কোনো আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেটি রেড সিগন্যাল হয়ে ধরা পড়ে। এতে এনআইডি সংক্রান্ত কাজের মনিটরিং জোরদার হবে।
এ ছাড়া কর্মকর্তারা এনআইডির ম্যাচ ফাউন্ড, নটফাউন্ড সমস্যা সমাধানের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতায়নের পরামর্শ দেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সেবা দিতে কোনো বাধা আছে কিনা; কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন; কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থাসহ বিভাগীয় মামলা; প্লাস্টিকের ব্যবহার বন্ধ; উপজেলা জেলা এনআইডি অনুবিভাগের মহাপরিচালক পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রম মনিটরিং করার ব্যবস্থা করা; গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণ করা; কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখা; সেবা দিয়ে জনগণের সন্তুষ্টি অর্জন করা; সেবা সহজ করা; এনআইডিসহ যেকোনো সেবা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ করা, জনগণ যাতে সরাসরি সেব পায় সেটি নিশ্চিত করা—এসব বিষয় কর্মকর্তারা যাতে বাস্তবায়ন করেন সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজে জনগণকে দেওয়া যেতে পারে সে বিষয়ে শিগগিরই একটি কর্মশালার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব।
কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করায় গত বৃহস্পতিবার থেকে কমিশনশূন্য নির্বাচন ভবন। কবে এবং কোন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো আলোচনা নেই।
সাচিবিক কিছু কাজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন অন্যান্য কাজে নির্বাচন কমিশনারদের মতামত নিয়ে কাজ করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এমন পরিস্থিতিতে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার আগে পর্যন্ত চলার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাইবে ইসি সচিবালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নির্বাচন কমিশনারদের পদ শূন্য থাকা অবস্থায় কমিশন সচিবালয় কীভাবে কার্যক্রম পরিচালনা করবে? জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ইসি সচিবালয়ের বেশির ভাগ সাচিবিক কাজ সচিবই সম্পন্ন করতে পারেন। সচিবের ক্ষমতার বাইরের বাজেট বা কর্মকর্তাদের ছুটির ক্ষেত্রে সিইসির পরামর্শ নিতে হয়। আবার নতুন দলের নিবন্ধনসহ কিছু ক্ষেত্রে কমিশনারদের মতামত নিতে হয়। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয় কীভাবে চলবে সে বিষয়ে আমরা মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ চাইব।
নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা অবগত আছেন বলেও জানান তিনি।
এ দিকে কমিশনার শূন্য হওয়ার পর প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে সারা দিন তেমন কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি। বিকেল ৪টায় সব কর্মকর্তাকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ইসি সচিব। বৈঠকে জনগণের সেবা নিশ্চিতে দিকনির্দেশনা দেন সচিব। সভায় কর্মকর্তাদের পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করে নাগরিক ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কর্মকর্তারা সভায় জানান, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলেও নাগরিকেরা বা ঊর্ধ্বতম কর্মকর্তারা নথি উপস্থাপনের আগে এ বিষয়ে কিছু জানতে পারেন না। তাই এ বিষয়ে সিস্টেম ডেভেলপ করতে হবে যাতে কোনো আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেটি রেড সিগন্যাল হয়ে ধরা পড়ে। এতে এনআইডি সংক্রান্ত কাজের মনিটরিং জোরদার হবে।
এ ছাড়া কর্মকর্তারা এনআইডির ম্যাচ ফাউন্ড, নটফাউন্ড সমস্যা সমাধানের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতায়নের পরামর্শ দেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সেবা দিতে কোনো বাধা আছে কিনা; কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন; কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থাসহ বিভাগীয় মামলা; প্লাস্টিকের ব্যবহার বন্ধ; উপজেলা জেলা এনআইডি অনুবিভাগের মহাপরিচালক পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রম মনিটরিং করার ব্যবস্থা করা; গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণ করা; কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখা; সেবা দিয়ে জনগণের সন্তুষ্টি অর্জন করা; সেবা সহজ করা; এনআইডিসহ যেকোনো সেবা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ করা, জনগণ যাতে সরাসরি সেব পায় সেটি নিশ্চিত করা—এসব বিষয় কর্মকর্তারা যাতে বাস্তবায়ন করেন সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজে জনগণকে দেওয়া যেতে পারে সে বিষয়ে শিগগিরই একটি কর্মশালার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব।
২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৫ মিনিট আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
২ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
৩ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
৪ ঘণ্টা আগে