Ajker Patrika

নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

নির্বাচন কমিশনারদের নিয়োগে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে আইনটি করা হচ্ছে। 

‘রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার কারা হতে পারবেন এবং হতে পারবেন না তা নির্ধারণ করে দেওয়া।’ 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার হতে ৫০ বছর বয়স হতে হবে। সরকারি, আধা-সরকারি, বেসরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন যে কেউ প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন। 

এরমধ্যে এই আইন পাস হলে পরবর্তী নির্বাচন কমিশনারদের এই আইনের অধীনে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানান আনোয়ারুল। 

নির্বাচন কমিশনারদের নিয়োগে আইন করার কথা থাকলেও স্বাধীনতার পঞ্চাশ বছরে তা হয়নি। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির হাতে। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ২০১২ সালে এবং বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৭ সালে অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে সর্বশেষ দুই নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এবারও সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত