Ajker Patrika

প্ল্যাকার্ড গলায় সংসদে বক্তব্য দিলেন সাংসদ শাহজাদা

নিজস্ব প্রতিবেদক
প্ল্যাকার্ড গলায় সংসদে বক্তব্য দিলেন সাংসদ শাহজাদা

ঢাকা: 'আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না-বাঁধ চাই' লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

এস এম শাহজাদা বলেন, ইয়াসে ক্ষতিগ্রস্ত আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম। তখন তারা এই প্লাকার্ড ঝুলিয়ে তাদের দাবির কথা বলেছেন।

এর আগে বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন এই সংসদ সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত