নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।
জনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৩ ঘণ্টা আগেজনস্বার্থে প্রয়োজনীয় না হলেও দলীয় সরকারের সময় অনুগত কর্মকর্তাদের অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আসা অন্তর্বর্তী সরকারও সে ধারা অব্যাহত রেখেছে। অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পেয়ে সংশ্লিষ্ট কর্মীর কিছু প্রাপ্তিযোগ ঘটলেও স
৪ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।
৭ ঘণ্টা আগেনির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
৭ ঘণ্টা আগে