Ajker Patrika

সুলিভান-প্রধানমন্ত্রীর বৈঠক: প্রতিবেদককে ‘মিথ্যাবাদী সাংবাদিক’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২১: ৪৭
সুলিভান-প্রধানমন্ত্রীর বৈঠক: প্রতিবেদককে ‘মিথ্যাবাদী সাংবাদিক’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বৈঠক মাঝপথে থেমে গিয়েছিল বলে দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই প্রতিবেদন যিনি করেছেন তিনি ‘মিথ্যাবাদী’ সাংবাদিক। ওই বৈঠকে সুন্দর আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আলোচনা মাঝপথে থেমে যাওয়া সম্পর্কিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকেরা জানতে চান। এর জবাবে ড. মোমেন বলেন, ‘যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল, সে মিথ্যাবাদী সাংবাদিক। সে আহাম্মকের সঙ্গে আছে।’ 

সুলিভানের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে সেটি এড়িয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুন্দর আলোচনা হয়েছে।’

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনরা কোনো দেশেই সফল হতে পারেনি।’

সাবেক খাদ্যসচিব বরুণ দেব মিত্র ওরফে বিডি মিত্রের অর্থ-সম্পদ যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত হওয়ার খবরের সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর সঠিক জানা নেই। তবে খবরটি সঠিক হয়ে থাকলে, তা দুঃখজনক।

উল্লেখ্য, আয়ের বৈধ উৎস জানাতে না পারায় গত ৩০ সেপ্টেম্বর সাবেক সচিব বরুণ দেব মিত্রের যুক্তরাষ্ট্রের তিনটি বাড়ি ও সে দেশের ব্যাংকের যাবতীয় হিসাব জব্দ করেছে সে দেশের সরকার। এমন একটি খবর ৮ অক্টোবর দেশের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত