কর্মসূচি স্থগিত করে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৮: ৫২
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯: ০৬
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার । ছবি: আজকের পত্রিকা

ছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।

নাঈম হাওলাদার বলেন, ‘বিকেল ৫টার দিকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি। আগামী শনিবার পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে যদি সরকার কমিশন গঠন না করে, তাহলে ওই দিন বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন মুন্না বলেন, ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা চাই দ্রুত কমিশন গঠন করুক। আমরা রাস্তায় বসতে চাই না। তবে আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে।’

এতে সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত