কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাশিয়া জ্বালানি, গম বিক্রি করতে চায়। তবে এ সম্পর্ক করতে বাংলাদেশ নিষেধাজ্ঞা ভয়ে রয়েছে। ভারত কীভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে নিষেধাজ্ঞা এড়াচ্ছে তার বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন এ কে আবদুল মোমেন।
ভারতের নদী সম্মেলন থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানে এসব কথা বলেন।
ইউক্রেন সংকটে দুই পক্ষের টানাহেঁচড়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর ওপর পরনির্ভরশীল। অন্য দেশে স্থিতিশীলতা থাকলে আমাদের মঙ্গল। এ বিষয়ে ভারতের সঙ্গে আলাপ করেছি। ভারত জ্বালানি সংকট কিছুটা সমাধানের চেষ্টা করছে। আমরা জ্বালানি নির্ভরশীল দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে জ্বালানি বিক্রির জন্য, আমাদের গম দিতে চায়। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে রয়েছি। ভারত কীভাবে করছে, ভারত তো জ্বালানি নিচ্ছে। সেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে তারা ফন্দি ফিকির বের করেছে।’
তিনি বলেন, ‘আমাদের জ্বালানির সমস্যা। আর এ সমস্যাটি এখন বড় হচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের বিষয়ে ভারতের থেকে বুদ্ধি চেয়েছি, কীভাবে বিষয়টি ব্যবস্থাপনা করেছে। ভারত বড় দেশ, তারা ব্যবস্থাপনা করতে পারে। তাদের ওপর কেউ নিষেধাজ্ঞা দেয় না। বাংলাদেশ ছোট দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি।’
রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাশিয়া জ্বালানি, গম বিক্রি করতে চায়। তবে এ সম্পর্ক করতে বাংলাদেশ নিষেধাজ্ঞা ভয়ে রয়েছে। ভারত কীভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে নিষেধাজ্ঞা এড়াচ্ছে তার বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন এ কে আবদুল মোমেন।
ভারতের নদী সম্মেলন থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানে এসব কথা বলেন।
ইউক্রেন সংকটে দুই পক্ষের টানাহেঁচড়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর ওপর পরনির্ভরশীল। অন্য দেশে স্থিতিশীলতা থাকলে আমাদের মঙ্গল। এ বিষয়ে ভারতের সঙ্গে আলাপ করেছি। ভারত জ্বালানি সংকট কিছুটা সমাধানের চেষ্টা করছে। আমরা জ্বালানি নির্ভরশীল দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে জ্বালানি বিক্রির জন্য, আমাদের গম দিতে চায়। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে রয়েছি। ভারত কীভাবে করছে, ভারত তো জ্বালানি নিচ্ছে। সেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে তারা ফন্দি ফিকির বের করেছে।’
তিনি বলেন, ‘আমাদের জ্বালানির সমস্যা। আর এ সমস্যাটি এখন বড় হচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের বিষয়ে ভারতের থেকে বুদ্ধি চেয়েছি, কীভাবে বিষয়টি ব্যবস্থাপনা করেছে। ভারত বড় দেশ, তারা ব্যবস্থাপনা করতে পারে। তাদের ওপর কেউ নিষেধাজ্ঞা দেয় না। বাংলাদেশ ছোট দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি।’
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের প্রশ্নে ঐকমত্য না হলে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা না করার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাঁরা বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি হত্যাকাণ্ডের বিচার ও কাঠামোগত সংস্কারে ঐকমত্যে পৌঁছায়, তাহলেই কেবল নির্বাচন ত্বরান্বিত করতে এনসিপি সহযোগিতা করবে।
১ ঘণ্টা আগেরাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তাঁর স্ত্রী এলিনা আক্তার পলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগেমেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি ক্রোক ও ছয়টি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে লন্ডনের বার্কলেজ ব্যাংকের দুই অ্যাকাউন্ট...
২ ঘণ্টা আগে