Ajker Patrika

ঘুষ লেনদেন স্বর্ণের বারে, বেগম পাড়ায় বাড়ির মালিক ৯০ ভাগই আমলা: সংসদে এমপি টিপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৩, ২২: ৫৪
ঘুষ লেনদেন স্বর্ণের বারে, বেগম পাড়ায় বাড়ির মালিক ৯০ ভাগই আমলা: সংসদে এমপি টিপু

যাঁরা বিদেশে টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছেন তাঁদের ৯০ ভাগ আমলা—জাতীয় সংসদে এমন দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। 

এমপি টিপু বলেছেন, ‘এত দিন শোনা যেত কানাডায় বেগম পাড়া। কত দিন আগে দেখা গেল লন্ডনে বেগম পাড়া। বেগম পাড়া বলতে মানুষ মনে করে এটা সংসদ সদস্যরা করেছেন। যাঁরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন, যাঁদের কারণে বেগম পাড়া নামটি এসেছে, তাঁদের ৯০ ভাগই আমলা।’ 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গোলাম কিবরিয়া এ দাবি করেন। 

সরকারি দপ্তরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘আগে মানুষ মনে করত, একটি বিশেষ বাহিনী ঘুষ খায়। এখন এমন কোনো দপ্তর নেই যেখানে ঘুষ খায় না। যাঁরা ঘুষ খান না, দুর্নীতি করেন না তাঁরা এখন সংখ্যালঘু, তাঁরা দুর্বল ও বোকা কর্মকর্তা। তাঁদের তেমন কোনো কাজও নেই।’ তিনি বলেন, ‘এখন বড় বড় রাঘববোয়ালেরা আর টাকা বা ডলারে ঘুষ খান না, তাঁরা এখন সোনার বার ঘুষ হিসেবে নেন।’ 

জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের এ সংসদ সদস্য দাবি করেন, সব জায়গায় সিন্ডিকেট করে কর্মকর্তারা দুর্নীতি করেন। টাকা না দিলে কাজ হয় না। মাসের পর মাস ঘুরতে হয়। গিয়ে কর্মকর্তাদের পাওয়া যায় না। 

গোলাম কিবরিয়া বলেন, ‘বড় বড় রাঘববোয়াল, কারা এরা, খুঁজে বের করেন। আমরা যদি জানতে পারি, তাহলে এ দেশে যাঁদের জানার দায়িত্ব তাঁরা কেন জানবেন না? তাঁরা অবশ্যই জানেন। না জানলে তাঁদের বাদ দিয়ে যাঁরা জানেন তাঁদের দায়িত্ব দেন। এমন লোক বসান, যাঁরা বসলে ঘুষ, দুর্নীতি বন্ধ হবে।’ 

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই পার্বত্য চট্টগ্রামকে জনগণের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় বৃহৎ সেনাবাহিনী পাঠানো দরকার। পার্বত্য চট্টগ্রামের জন্য কমপক্ষে ৩ লাখ সেনাসদস্য দরকার। সেই সঙ্গে আধা সামরিক বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ৫ লাখ বাহিনী দরকার। যাতে একজন লোকও অপহরণের শিকার না হন, কারও প্রাণ না যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত