বিশেষ প্রতিনিধি, ঢাকা
গত দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গতকাল মঙ্গলবার নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা। এই দাবিতে গতকাল দিনভর তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
গত সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে মাত্র তিনজন ‘বঞ্চিত কর্মকর্তা’ রয়েছেন বলে দাবি বিএনপি-জামায়াত ঘরানার কর্মকর্তাদের। নতুন পদায়নে সিলেটের ডিসিসহ বেশির ভাগ নতুন ডিসিই ‘হাসিনা সরকারের সুবিধাভোগী ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত’ ছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা। বিতর্ক ওঠায় নিয়োগের এক দিন পরই সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া পি কে এম এনামুল করিমকে প্রত্যাহার করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শের মাহবুব মুরাদকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু গতকাল দুপুরে আরও ৩৪ জেলায় নতুন ডিসি পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটির প্রজ্ঞাপন জারি হলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ডিসি পদে নিয়োগপ্রত্যাশী বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি, অবৈধ লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ‘দালাল’দের ডিসি বানানো হয়েছে। এ ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং কে এম আলী আযম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডিসির পদপ্রত্যাশী বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা গতকাল দুপুরে এপিডি অনুবিভাগের দুই কর্মকর্তা ড. জিয়াউদ্দিন আহমেদ এবং কে এম আলী আযমের রুমে ঢুকে জানতে চান, কীভাবে এ ধরনের ব্যক্তিদের ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হলো? এ সময় যুগ্ম সচিব কে এম আলী আযমও উত্তেজিত হয়ে জানান, মন্ত্রিপরিষদ সচিবের আপত্তির কারণে ‘বঞ্চিত’দের ডিসি করা যায়নি। এতে আরও উত্তেজিত হয়ে ওঠেন কর্মকর্তারা। শুরু হয় হট্টগোল। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের একজন কর্মকর্তা এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ কর্মকর্তারা তাঁর ফোন ছিনিয়ে নেন। শুধু তা-ই নয়, ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। এ সময় যুগ্ম সচিব আলী আযম নিজের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে পুলিশ ও সেনাসদস্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন। আলী আযম ও জিয়াউদ্দিনের কক্ষের সামনে পুলিশ অবস্থান নেয়। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরাও অবস্থান নেন ঘটনাস্থলে। মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসনসচিব ওই সময় নতুন নিয়োগ পাওয়া ডিসিদের ব্রিফিং অনুষ্ঠানে ছিলেন।
বেলা তিনটায় বঞ্চিত কর্মকর্তারা দুই যুগ্ম সচিবের কক্ষ অবরুদ্ধ করে রাখেন। পরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তিনি চলে গেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বঞ্চিতরা এক জোট হয়ে দুই যুগ্ম সচিবকে সঙ্গে নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কক্ষে যাওয়ার উদ্যোগ নেন।
কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আযম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় ২ ঘণ্টা পর সিনিয়র কর্মকর্তারা তাঁকে বের করেন। পরে দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিকেল ৫টার দিকে প্রজ্ঞাপন বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসনসচিবের সঙ্গে বৈঠকে বসেন বঞ্চিতরা। বৈঠক দুই সচিব ক্ষুব্ধ কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেছেন, তাঁরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং এ দুটি আদেশ বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগের প্রধান অতিরিক্ত সচিব আবদুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসি নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন হয়েছে। আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। সবকিছুই করেছেন যুগ্ম সচিব কে এম আলী আযম। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করুন।’
৩৪ জেলায় নতুন ডিসি যাঁরা: গতকাল মঙ্গলবারের প্রজ্ঞাপন অনুযায়ী অর্থ বিভাগের উপসচিব মনোয়ারা হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাবেত আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটের পরিচালক (উপসচিব) মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমানকে ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোনা, আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াক্ফ প্রশাসক হাছিনা বেগমকে জামালপুরের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) মোছা. ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপসচিব ফাতেমা তুল জান্নাতকে মুন্সিগঞ্জ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল আজিজকে শরীয়তপুর, অর্থ বিভাগের উপসচিব আহমেদ কামরুল হাসানকে বাগেরহাট, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পটুয়াখালী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. আজাদ জাহানকে ভোলা, খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) সিফাত মেহনাজকে মেহেরপুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িরুজ্জামানকে পঞ্চগড়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মো. আজহারুল ইসলামকে যশোর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলমকে বরগুনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানকে নড়াইলের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সেতু বিভাগের উপসচিব শরিফা হককে নীলফামারী, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানাকে কুড়িগ্রাম, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) এইচ এম রকিব হায়দারকে লালমনিরহাট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. দেলোয়ার হোসেনকে বরিশাল, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানাকে ঠাকুরগাঁও, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে নরসিংদী এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. মোবাশশেরুল ইসলামকে দিনাজপুরের ডিসি করা হয়েছে।
যেসব ডিসি নিয়ে বেশি আপত্তি: ডিসি পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদারকে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালের ১৯ মে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষকনেতারা অভিযোগ করেন, মনির হোসেন হাওলাদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষককে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন।
দিনাজপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। রাজশাহীর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একই কর্মকর্তা নিজেকে শেখ হাসিনার ম্যান হিসেবে নিজেকে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এই কর্মকর্তা জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার আত্মীয় বলে জানা গেছে।
পঞ্চগড়ের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী এই কর্মকর্তা দীর্ঘ ৬ বছর এনবিআর সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পিএস হিসেবে কাজ করেছেন।
নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস। তাঁর স্বামী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে জড়িত। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় গত ১৫ বছর সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি। ময়মনসিংহের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে।
শরীয়তপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মো. আব্দুল আজিজ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পিএস ছিলেন। নীলফামারীর ডিসি হওয়া শরিফা হক এবং বাগেরহাটের ডিসি হওয়া আহমেদ কামরুল হাসানের মাঠ প্রশাসনে কাজের কোনো অভিজ্ঞতা নেই।
গত দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গতকাল মঙ্গলবার নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা। এই দাবিতে গতকাল দিনভর তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
গত সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে মাত্র তিনজন ‘বঞ্চিত কর্মকর্তা’ রয়েছেন বলে দাবি বিএনপি-জামায়াত ঘরানার কর্মকর্তাদের। নতুন পদায়নে সিলেটের ডিসিসহ বেশির ভাগ নতুন ডিসিই ‘হাসিনা সরকারের সুবিধাভোগী ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত’ ছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা। বিতর্ক ওঠায় নিয়োগের এক দিন পরই সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া পি কে এম এনামুল করিমকে প্রত্যাহার করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শের মাহবুব মুরাদকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু গতকাল দুপুরে আরও ৩৪ জেলায় নতুন ডিসি পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটির প্রজ্ঞাপন জারি হলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ডিসি পদে নিয়োগপ্রত্যাশী বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি, অবৈধ লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ‘দালাল’দের ডিসি বানানো হয়েছে। এ ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং কে এম আলী আযম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডিসির পদপ্রত্যাশী বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা গতকাল দুপুরে এপিডি অনুবিভাগের দুই কর্মকর্তা ড. জিয়াউদ্দিন আহমেদ এবং কে এম আলী আযমের রুমে ঢুকে জানতে চান, কীভাবে এ ধরনের ব্যক্তিদের ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হলো? এ সময় যুগ্ম সচিব কে এম আলী আযমও উত্তেজিত হয়ে জানান, মন্ত্রিপরিষদ সচিবের আপত্তির কারণে ‘বঞ্চিত’দের ডিসি করা যায়নি। এতে আরও উত্তেজিত হয়ে ওঠেন কর্মকর্তারা। শুরু হয় হট্টগোল। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের একজন কর্মকর্তা এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ কর্মকর্তারা তাঁর ফোন ছিনিয়ে নেন। শুধু তা-ই নয়, ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। এ সময় যুগ্ম সচিব আলী আযম নিজের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে পুলিশ ও সেনাসদস্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন। আলী আযম ও জিয়াউদ্দিনের কক্ষের সামনে পুলিশ অবস্থান নেয়। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরাও অবস্থান নেন ঘটনাস্থলে। মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসনসচিব ওই সময় নতুন নিয়োগ পাওয়া ডিসিদের ব্রিফিং অনুষ্ঠানে ছিলেন।
বেলা তিনটায় বঞ্চিত কর্মকর্তারা দুই যুগ্ম সচিবের কক্ষ অবরুদ্ধ করে রাখেন। পরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তিনি চলে গেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বঞ্চিতরা এক জোট হয়ে দুই যুগ্ম সচিবকে সঙ্গে নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কক্ষে যাওয়ার উদ্যোগ নেন।
কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আযম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় ২ ঘণ্টা পর সিনিয়র কর্মকর্তারা তাঁকে বের করেন। পরে দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিকেল ৫টার দিকে প্রজ্ঞাপন বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসনসচিবের সঙ্গে বৈঠকে বসেন বঞ্চিতরা। বৈঠক দুই সচিব ক্ষুব্ধ কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেছেন, তাঁরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং এ দুটি আদেশ বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগের প্রধান অতিরিক্ত সচিব আবদুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসি নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন হয়েছে। আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। সবকিছুই করেছেন যুগ্ম সচিব কে এম আলী আযম। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করুন।’
৩৪ জেলায় নতুন ডিসি যাঁরা: গতকাল মঙ্গলবারের প্রজ্ঞাপন অনুযায়ী অর্থ বিভাগের উপসচিব মনোয়ারা হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাবেত আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটের পরিচালক (উপসচিব) মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমানকে ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোনা, আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াক্ফ প্রশাসক হাছিনা বেগমকে জামালপুরের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) মোছা. ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপসচিব ফাতেমা তুল জান্নাতকে মুন্সিগঞ্জ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল আজিজকে শরীয়তপুর, অর্থ বিভাগের উপসচিব আহমেদ কামরুল হাসানকে বাগেরহাট, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পটুয়াখালী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. আজাদ জাহানকে ভোলা, খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) সিফাত মেহনাজকে মেহেরপুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িরুজ্জামানকে পঞ্চগড়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মো. আজহারুল ইসলামকে যশোর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলমকে বরগুনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানকে নড়াইলের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সেতু বিভাগের উপসচিব শরিফা হককে নীলফামারী, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানাকে কুড়িগ্রাম, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) এইচ এম রকিব হায়দারকে লালমনিরহাট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. দেলোয়ার হোসেনকে বরিশাল, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানাকে ঠাকুরগাঁও, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে নরসিংদী এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. মোবাশশেরুল ইসলামকে দিনাজপুরের ডিসি করা হয়েছে।
যেসব ডিসি নিয়ে বেশি আপত্তি: ডিসি পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদারকে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালের ১৯ মে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষকনেতারা অভিযোগ করেন, মনির হোসেন হাওলাদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষককে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন।
দিনাজপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। রাজশাহীর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একই কর্মকর্তা নিজেকে শেখ হাসিনার ম্যান হিসেবে নিজেকে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এই কর্মকর্তা জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার আত্মীয় বলে জানা গেছে।
পঞ্চগড়ের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী এই কর্মকর্তা দীর্ঘ ৬ বছর এনবিআর সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পিএস হিসেবে কাজ করেছেন।
নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস। তাঁর স্বামী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে জড়িত। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় গত ১৫ বছর সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি। ময়মনসিংহের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে।
শরীয়তপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মো. আব্দুল আজিজ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পিএস ছিলেন। নীলফামারীর ডিসি হওয়া শরিফা হক এবং বাগেরহাটের ডিসি হওয়া আহমেদ কামরুল হাসানের মাঠ প্রশাসনে কাজের কোনো অভিজ্ঞতা নেই।
দেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
২ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
২ ঘণ্টা আগে