নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের বেলায় ফ্লাইট ওঠানামা শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় গত বছরের ১০ ডিসেম্বর থেকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। বেবিচক জানিয়েছে, আগামী মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট শুরু হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতের বেলা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দিনের ২৪ ঘণ্টার শিডিউল ১৬ ঘণ্টায় নিয়ে আসায়, ফ্লাইট জটসহ যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে এয়ারলাইনসগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল বিমানবন্দর তথ্য সূত্র বলছে, এই বন্দরে প্রতিদিন গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অন্তত ১০-১৫টি ফ্লাইট ওঠানামা করতো। এখন আট ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় রাতের ফ্লাইটগুলো দিনের শিডিউলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
কম সময়ে যাবতীয় প্রক্রিয়া সারতে বিমানবন্দরে যাত্রীদের বাড়তি সময় লাগছে। ফ্লাইট অপারেশন করতে অধিকাংশ সময় জট তৈরি হচ্ছে। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ঘণ্টার সময়ের শিডিউল যখন ১৬ ঘণ্টায় নিয়ে আসা হয়, তখন তো কিছু সংকট তৈরি হবে। কম সময়ে বেশি ফ্লাইটের কারণে ফ্লাইট ডিলে হচ্ছে। এর জন্য এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ বহন করতে হচ্ছে। কিছুটা বিলম্ব হচ্ছে বিমানবন্দরের যাত্রী সেবার প্রক্রিয়াও। এসব হচ্ছে মূলত ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণেই। এয়ারলাইনসগুলোকে তাদের শিডিউল পরিবর্তন করতে হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বিদেশের অন্য বিমানবন্দরগুলোর শিডিউলও মানতে হচ্ছে।’
বিমানবন্দর স্বাভাবিক শিডিউলে ফিরতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক শিডিউলে ফেরার জন্য ট্যাক্সিওয়ের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করবে। ট্যাক্সিওয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মে মাসের শুরুর দিকে আমরা আবার আগের মতো রাতের ফ্লাইট চালু করতে পারবো।’
দীর্ঘ সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের বেলায় ফ্লাইট ওঠানামা শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় গত বছরের ১০ ডিসেম্বর থেকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। বেবিচক জানিয়েছে, আগামী মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট শুরু হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতের বেলা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দিনের ২৪ ঘণ্টার শিডিউল ১৬ ঘণ্টায় নিয়ে আসায়, ফ্লাইট জটসহ যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে এয়ারলাইনসগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল বিমানবন্দর তথ্য সূত্র বলছে, এই বন্দরে প্রতিদিন গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অন্তত ১০-১৫টি ফ্লাইট ওঠানামা করতো। এখন আট ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় রাতের ফ্লাইটগুলো দিনের শিডিউলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
কম সময়ে যাবতীয় প্রক্রিয়া সারতে বিমানবন্দরে যাত্রীদের বাড়তি সময় লাগছে। ফ্লাইট অপারেশন করতে অধিকাংশ সময় জট তৈরি হচ্ছে। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ঘণ্টার সময়ের শিডিউল যখন ১৬ ঘণ্টায় নিয়ে আসা হয়, তখন তো কিছু সংকট তৈরি হবে। কম সময়ে বেশি ফ্লাইটের কারণে ফ্লাইট ডিলে হচ্ছে। এর জন্য এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ বহন করতে হচ্ছে। কিছুটা বিলম্ব হচ্ছে বিমানবন্দরের যাত্রী সেবার প্রক্রিয়াও। এসব হচ্ছে মূলত ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণেই। এয়ারলাইনসগুলোকে তাদের শিডিউল পরিবর্তন করতে হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বিদেশের অন্য বিমানবন্দরগুলোর শিডিউলও মানতে হচ্ছে।’
বিমানবন্দর স্বাভাবিক শিডিউলে ফিরতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক শিডিউলে ফেরার জন্য ট্যাক্সিওয়ের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করবে। ট্যাক্সিওয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মে মাসের শুরুর দিকে আমরা আবার আগের মতো রাতের ফ্লাইট চালু করতে পারবো।’
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৯ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১০ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১১ ঘণ্টা আগে