Ajker Patrika

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ঢাকায়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

কিছুক্ষণের মধ্যে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে দুই মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে তিনি ঢাকায় এসেছেন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে এসেছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়। রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত