কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
কিছুক্ষণের মধ্যে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে দুই মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে তিনি ঢাকায় এসেছেন।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে এসেছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়। রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
কিছুক্ষণের মধ্যে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে দুই মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে তিনি ঢাকায় এসেছেন।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে এসেছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়। রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোকে আগামী বৃহস্পতিবারের মধ্যে মতামত জমা দিতে বলা হয়েছে। যেসব বিষয়ে দলগুলো একমত নয়, সেগুলোর সমাধানে ১৫ মার্চের পর থেকে দল বা রাজনৈতিক জোটের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন।
৬ ঘণ্টা আগেমাগুরায় বোনের বাড়িতে গিয়ে গত বৃহস্পতিবার ৮ বছরের এক শিশুর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে সারা দেশ। প্রতিবাদে পথে নেমেছেন নারীসমাজ ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ। এর মধ্যেই গাজীপুরে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের আরেক শিশুশিক্ষার্থী।
৬ ঘণ্টা আগেঈদের আগে রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশের সহযোগী হিসেবে প্রায় এক হাজার বেসরকারি নিরাপত্তাকর্মীকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। তাঁরা সম্মানী পাবেন এবং পুলিশের মতো আটক ও গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন।
৬ ঘণ্টা আগেপরিবার-পরিজনের সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উদ্যাপন করতে বাড়ি ফিরবে লাখ লাখ মানুষ। এতে যানবাহনের চাপ বাড়বে সড়ক-মহাসড়কে। এবার সারা দেশে যানজটের জন্য ১৫৯টি সম্ভাব্য স্পট (স্থান) চিহ্নিত করেছে জননিরাপত্তা বিভাগ। এসব জায়গায় যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ঈদের আগে এবং পরে এসব স্পট বিশেষ মনিটরিংয়ের
১০ ঘণ্টা আগে