ভুক্তভোগী ও অভিযুক্তদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ মে ২০২১, ১৬: ০৬
Thumbnail image

ঢাকা: ডিসি জানান, ভারতে নারী নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভুক্তভোগীর বাবা রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ভুক্তভোগী এবং এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

পুলিশ জানায়, কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্রায় ২০-২২ বছর বয়সী একটি মেয়েকে বিবস্ত্র করে তিন/চার জন যুবক নির্যাতন করছে। সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভিডিওটি নজরে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের। এরপর গতকাল বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করে কেরালা রাজ্যের বেঙ্গালুরু পুলিশ। এ ঘটনায় জড়িতদের মধ্যে একজন মতিঝিলের রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে শনাক্ত করেছে বাংলাদেশের পুলিশ।

এদিকে আজ ভারতে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে টিকটক হৃদয় গ্রুপের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত