নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ পাচারের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হলেও তাতে বিশেষ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বিগত সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক। সেই ধারাবাহিকতায় বেলা ১১টায় দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘দেশ থেকে অর্থ পাচার করেছে এমন অভিযোগে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের তথ্য চেয়ে আমরা এ পর্যন্ত ৭১টি এমএলএআর পাঠিয়েছি, দুঃখজনক হলেও সত্য, আমরা এখন পর্যন্ত মাত্র ২৭টি চিঠির উত্তর পেয়েছি। বৈঠকে এসব বিষয় আমরা ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছি।’
৭১টি এমএলএআরের বিপরীতে ঠিক কী পরিমাণ অর্থ বা কোন কোন দেশে এমএলএআর পাঠানো হয়েছে, জানতে চাইলে দুদকের মহাপরিচালক বলেন, ‘এটা আমরা এখন বলতে পারছি না। পরে বিস্তারিত জানাব।’
অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, সংযুক্ত আর আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বেশ কয়েকটি দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার করা হয়েছে। এ দেশগুলোতেই বেশি এমএলএআর পাঠানো হয়েছে বলে জানান দুদকের এই মহাপরিচালক।
দুদক বলছে, কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছেন সরকারের আমলা কিংবা মন্ত্রী-এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না দুদক।
দুদক ইইউ প্রতিনিধিদলের কাছে স্পেসিফিক কোনো সমস্যা তুলে ধরেছে কি না, এমন প্রশ্নে সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘অর্থ পাচার অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো আমরা তুলে ধরেছি। যে যে দেশে আমাদের দেশ থেকে অর্থ পাচার করা হয়েছে, সেসব দেশ যেন আমাদেরকে সহযোগিতা করে, সেটাই জানিয়েছি।’
এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ প্রতিনিধিদল।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বৈঠকে অংশ নেন ইইউর হেড ডেভেলপমেন্ট কো-অপারেশন মি. মিচেল ক্রেজা, প্রোগ্রাম ম্যানেজার অব ইনক্লুসিভ গভার্নেন্স মি. পাবলো পাদিন পেরেজ, নাদের তানজা ও কিশোয়ার আমিন।
অর্থ পাচারের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হলেও তাতে বিশেষ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বিগত সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক। সেই ধারাবাহিকতায় বেলা ১১টায় দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘দেশ থেকে অর্থ পাচার করেছে এমন অভিযোগে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের তথ্য চেয়ে আমরা এ পর্যন্ত ৭১টি এমএলএআর পাঠিয়েছি, দুঃখজনক হলেও সত্য, আমরা এখন পর্যন্ত মাত্র ২৭টি চিঠির উত্তর পেয়েছি। বৈঠকে এসব বিষয় আমরা ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছি।’
৭১টি এমএলএআরের বিপরীতে ঠিক কী পরিমাণ অর্থ বা কোন কোন দেশে এমএলএআর পাঠানো হয়েছে, জানতে চাইলে দুদকের মহাপরিচালক বলেন, ‘এটা আমরা এখন বলতে পারছি না। পরে বিস্তারিত জানাব।’
অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, সংযুক্ত আর আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বেশ কয়েকটি দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার করা হয়েছে। এ দেশগুলোতেই বেশি এমএলএআর পাঠানো হয়েছে বলে জানান দুদকের এই মহাপরিচালক।
দুদক বলছে, কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছেন সরকারের আমলা কিংবা মন্ত্রী-এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না দুদক।
দুদক ইইউ প্রতিনিধিদলের কাছে স্পেসিফিক কোনো সমস্যা তুলে ধরেছে কি না, এমন প্রশ্নে সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘অর্থ পাচার অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো আমরা তুলে ধরেছি। যে যে দেশে আমাদের দেশ থেকে অর্থ পাচার করা হয়েছে, সেসব দেশ যেন আমাদেরকে সহযোগিতা করে, সেটাই জানিয়েছি।’
এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ প্রতিনিধিদল।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বৈঠকে অংশ নেন ইইউর হেড ডেভেলপমেন্ট কো-অপারেশন মি. মিচেল ক্রেজা, প্রোগ্রাম ম্যানেজার অব ইনক্লুসিভ গভার্নেন্স মি. পাবলো পাদিন পেরেজ, নাদের তানজা ও কিশোয়ার আমিন।
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৭ মিনিট আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
১০ মিনিট আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৯ ঘণ্টা আগে