দেশে মোটরযানের চেয়ে ড্রাইভিং লাইসেন্স বেশি: সংসদে সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২৮
Thumbnail image

দেশে নিবন্ধিত মোটরযান থেকে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স বেশি মানুষের রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর দেওয়া তথ্যমতে, দেশে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩টি, অন্যদিকে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭ টি।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, জনপথ অধিদপ্তরের মোট সড়কের সংখ্যা ৯৯২ টি। এর মোট দৈর্ঘ্য ২২ হাজার ৪৭৬ দশমিক ৩৫ কি.মি।

এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এনডিসি অনুযায়ী পরিবহন খাত হতে ২০৩০ সালের মধ্যে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ শর্তহীনভাবে হ্রাস করার অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে ওই সময়ের মধ্যে সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম ৩০ শতাংশ মোটরযান ইলেকট্রিক ক্যাটাগরিতে রূপান্তর করা প্রয়োজন। 

বৈদ্যুতিক যান প্রচলন ও পরিচালনার সঙ্গে বিদ্যুৎ খাত সরাসরি জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশও বৈদ্যুতিক যানের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। 

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ডিজেল চালিত বাস দিয়ে বিআরটি অপারেশন শুরু হলেও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে পর্যায়ক্রমে সর্বাধিক বিদ্যুৎ চালিত বাসের সংগ্রহের মাধ্যমে বিআরটি পরিচালনা করা হবে। 

রেলের শূন্য পদ ২০ হাজার 
এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ের বিভিন্ন শ্রেণিতে প্রায় ২০ হাজার পদ শূন্য রয়েছে। গত ৯ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দুই হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই রেলের জনবল সংকট নিরসন হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। 

গত ৫ বছরে ১৩০টি নতুন ব্রজগেজ কোচ, ২৫৮টি মিটারগেজ কোচ, ৩০টি মিটার গেট ও ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ রেলবহরে যুক্ত হয়েছে। এ ছাড়া ৮৯টি মিটারগেজ কোচ, ২২০টি ব্রডগেজ কোচ, ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান, ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৫৮০টি মিটার গেজ ওয়াগন, ৪২০টি ব্রজগেজ ওয়াগন ও ১৫টি লোকোমোটিভ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত