Ajker Patrika

পত্রিকার প্রচারসংখ্যার অসংগতি শিগগিরই দূর করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯: ১৭
পত্রিকার প্রচারসংখ্যার অসংগতি শিগগিরই দূর করা হবে: তথ্যমন্ত্রী

দেশে দৈনিক পত্রিকার প্রচারসংখ্যা নিয়ে রাখঢাক চলছে বহুদিন ধরেই। এ নিয়ে সমালোচনা কম হয়নি। সম্প্রতি প্রচারসংখ্যার একটি তালিকা ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনরা ব্যঙ্গ করতেও ছাড়ছেন না।

তবে প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণে এখনো কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এই অসংগতি দূর করতে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইংরেজি পত্রিকাগুলোর প্রচারসংখ্যা হালনাগাদ করে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। বাংলা পত্রিকাগুলোর ক্ষেত্রেও আমরা সেটা খুব সহসা করে দেব। অনেক পত্রিকা যেগুলো আসলে ঠিকভাবে প্রকাশিত হয় না, সেগুলোর বিপুল প্রচারসংখ্যা দেখানো হয়েছে, এসব অসংগতি দূর করে আমরা এগুলো ঠিক করছি।’

মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করে নাই তাদের আমরা সরকারের কোনো ক্রোড়পত্র দেব না। ভবিষ্যতে নবম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি নিয়েও ভাবছি।’

এর আগে সাংবাদিক সহায়তা চেক বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহেই এই কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে এবং আজকে এই ট্রাস্ট সাংবাদিকদের একটি ভরসার জায়গা হিসেবে দাঁড়িয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অত্যন্ত সুচারু এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। ট্রাস্ট পরিচালনার সঙ্গে সাংবাদিক নেতারা যুক্ত আছেন, যা উপকারভোগী নির্বাচনে সহায়ক হচ্ছে। শুধু তা-ই নয়, ট্রাস্টের আওতায় অসচ্ছল সাংবাদিকদের ছেলেমেয়েদের শিক্ষা সহায়তা নীতিমালাও চূড়ান্ত হয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের পর থেকে আজকের এই আয়োজনসহ মোট ২২ কোটি ৭৯ লাখ টাকা ৮ হাজার ১৫৬ জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে দেওয়া হয়েছে। এর আগে ২০১২ সাল থেকে সাংবাদিক সহায়তা নীতির আওতায় ট্রাস্ট গঠনের আগপর্যন্ত ৬২৩ জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে ৩ লাখ ৮০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর করোনা সহায়তার ১০ কোটি টাকা থেকে এরই মধ্যে প্রায় ৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এখান থেকে দেশব্যাপী সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। 

চেক বিতরণ অনুষ্ঠানের পর তথ্যমন্ত্রী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের সঙ্গে সভায় মিলিত হন এবং বাসসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পর্ষদের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও পরিচালকদের মধ্যে বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক হারুন আল রশিদ, আইসিটি বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবীর, বাসসের নগর সম্পাদক মধুসূদন মণ্ডল সভায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত