নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘বিগত এক যুগ ধরে বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণার মধ্যে দিয়ে যা উপস্থাপন করছি, সেটি কি সম্পন্ন করতে পারছি? আমরা যে সংগ্রাম করেছি, ৫৩ বছর পর আমরা যে জায়গায় এসেছি, এখন নতুন করে ভাবনার সময় এসেছে।’
আজ বুধবার দা ডেইলি স্টার আয়োজিত ‘ফাস্টারিং জেন্ডার সেনসিটিভ ক্লাইমেট সলিউশন ফর মারজিনালাইজড কমিউনিটিজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারিদ্র্য বিমোচনে এবং জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীগোষ্ঠীর লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি সবাইকে এক হয়ে নতুন ভাবনা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শারমীন এস মুরশিদ বলেন, ‘জলবায়ুর প্রভাবে সৃষ্ট অভিঘাত ও বিপদাপন্নতা নিয়ে যে পরিবারগুলো বেঁচে আছে, তাদের জীবনমান উন্নয়ন করতে পারিনি, তাদের জীবনমান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে সচেতন গবেষণামূলক গোষ্ঠী তৈরি করতে হবে। আমাদের কর্মপদ্ধতি, কাজের ধারাগুলোর মধ্যে মৌলিক পরিবর্তন করা দরকার।’
শারমীন এস মুরশিদ আরও বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক পর্যায়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যা, ভাঙন, খরা এবং শৈত্যপ্রবাহসহ জলবায়ু সংঘটিত দুর্যোগসমূহ গবেষণা অঞ্চলে পুনরাবৃত্তিমূলক চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে ভাবতে হবে। দরিদ্র অবস্থায় বসবাসকারী নারীরা ধারাবাহিকভাবে বিপদাপন্ন গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে এবং জীবন-জীবিকার প্রধান উৎসগুলো ক্ষুদ্র-কৃষি, দিনমজুরি, গৃহস্থালির বাগান কৃষি, গবাদিপশু, মৎস্য, আবাসন, খাদ্যনিরাপত্তা, পানীয়জল সরবরাহ এবং পয়োনিষ্কাশন সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিপদাপন্নতার মুখে পড়ছে।
গবেষণায় উঠে এসেছে যে মানুষের বিপদাপন্নতা জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার মধ্যে আন্তক্রিয়ার ফলাফলের সঙ্গে লিঙ্গীয় ও সুশাসনের সমস্যা থেকে উদ্ভূত। অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহায়তা ও দুর্বল শাসনব্যবস্থার মতো পদ্ধতিগত সমস্যাগুলো থেকে এই বৈষম্য, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) এবং জনগণের প্রতি দায়িত্বশীল ব্যক্তিবর্গের থেকে সময়মতো ও যথাযথভাবে সাড়াদানে এগিয়ে আসতে হবে।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জলবায়ু-সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবিলায় দারিদ্র্যপীড়িত অঞ্চলে লিঙ্গবৈষম্য এবং সামাজিক বৈষম্য বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘বিগত এক যুগ ধরে বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণার মধ্যে দিয়ে যা উপস্থাপন করছি, সেটি কি সম্পন্ন করতে পারছি? আমরা যে সংগ্রাম করেছি, ৫৩ বছর পর আমরা যে জায়গায় এসেছি, এখন নতুন করে ভাবনার সময় এসেছে।’
আজ বুধবার দা ডেইলি স্টার আয়োজিত ‘ফাস্টারিং জেন্ডার সেনসিটিভ ক্লাইমেট সলিউশন ফর মারজিনালাইজড কমিউনিটিজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারিদ্র্য বিমোচনে এবং জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীগোষ্ঠীর লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি সবাইকে এক হয়ে নতুন ভাবনা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শারমীন এস মুরশিদ বলেন, ‘জলবায়ুর প্রভাবে সৃষ্ট অভিঘাত ও বিপদাপন্নতা নিয়ে যে পরিবারগুলো বেঁচে আছে, তাদের জীবনমান উন্নয়ন করতে পারিনি, তাদের জীবনমান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে সচেতন গবেষণামূলক গোষ্ঠী তৈরি করতে হবে। আমাদের কর্মপদ্ধতি, কাজের ধারাগুলোর মধ্যে মৌলিক পরিবর্তন করা দরকার।’
শারমীন এস মুরশিদ আরও বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক পর্যায়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যা, ভাঙন, খরা এবং শৈত্যপ্রবাহসহ জলবায়ু সংঘটিত দুর্যোগসমূহ গবেষণা অঞ্চলে পুনরাবৃত্তিমূলক চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে ভাবতে হবে। দরিদ্র অবস্থায় বসবাসকারী নারীরা ধারাবাহিকভাবে বিপদাপন্ন গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে এবং জীবন-জীবিকার প্রধান উৎসগুলো ক্ষুদ্র-কৃষি, দিনমজুরি, গৃহস্থালির বাগান কৃষি, গবাদিপশু, মৎস্য, আবাসন, খাদ্যনিরাপত্তা, পানীয়জল সরবরাহ এবং পয়োনিষ্কাশন সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিপদাপন্নতার মুখে পড়ছে।
গবেষণায় উঠে এসেছে যে মানুষের বিপদাপন্নতা জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার মধ্যে আন্তক্রিয়ার ফলাফলের সঙ্গে লিঙ্গীয় ও সুশাসনের সমস্যা থেকে উদ্ভূত। অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহায়তা ও দুর্বল শাসনব্যবস্থার মতো পদ্ধতিগত সমস্যাগুলো থেকে এই বৈষম্য, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) এবং জনগণের প্রতি দায়িত্বশীল ব্যক্তিবর্গের থেকে সময়মতো ও যথাযথভাবে সাড়াদানে এগিয়ে আসতে হবে।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জলবায়ু-সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবিলায় দারিদ্র্যপীড়িত অঞ্চলে লিঙ্গবৈষম্য এবং সামাজিক বৈষম্য বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
গত এক বছরে খানা জরিপে সেবা খাতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তিন খাত চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাসপোর্ট, বিআরটিএ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে এই সময়ে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত বলছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির খানা জরিপে একই সঙ্গে বিচারিক সেবা, ভূমি ও ব্যাংকিং খাত
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবেরা নিজেদের বঞ্চিত দাবি করে যুগ্ম সচিব পদে পদোন্নতি দাবি করে আসছেন।
১ ঘণ্টা আগেক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে সরকার। সব পাবলিক প্রসিকিউটরকে আগামী ১৭ ডিসেম্বর মধ্যে সলিসিটরের কাছে [email protected] ইমেইলে এই তালিকা পাঠানোর নির্দেশনা দিয়ে গতকাল সোমবার তাদের চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসটর অনুবিভাগ।
১ ঘণ্টা আগে২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে একসঙ্গে পুরো পরিবার বা এক পরিবারের একাধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায় গত ৫ বছরে সড়ক দুর্ঘটনায় দে
২ ঘণ্টা আগে