ডিজিটাল নিরাপত্তা আইনের সাজাকে ‘ড্রাকোনিয়ান’ উল্লেখ করে জাতিসংঘে প্রতিবেদন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২২, ১৯: ২৪
Thumbnail image

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনের সাজাগুলোকে ‘ড্রাকোনিয়ান’ বা অত্যন্ত কঠোর বলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ১৩ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত চলমান ৫০তম অধিবেশনে উপস্থাপন করা প্রতিবেদনে এমনটাই বলেছেন, মতামত ও মতপ্রকাশের স্বাধীনতা অধিকারের প্রচার ও সুরক্ষাবিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার আইরিন খান।

জেনেভা থেকে পাঠানো মানবাধিকার কাউন্সিলের গতকাল ২৪ জুনের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা খুব বেশি কমে যাওয়ায় মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান ৫০তম অধিবেশনের জন্য চলতি বছরের ২০ এপ্রিল প্রতিবেদন জমা দেন জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার আইরিন খান। 

প্রতিবেদন থেকে জানা গেছে, মিথ্যা সংবাদ প্রতিরোধের আইন নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আন্তর্জাতিক যে আইন রয়েছে তার ১৯-এর ৩ ধারা বৈধতার তিন মুখী পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। এ ধরনের ত্রুটিপূর্ণ আইনের উদাহরণ হলো বাংলাদেশের ডিএসএ। যার সংজ্ঞা ব্যাপকভাবে অস্পষ্ট এবং শাস্তি খুবই কঠোর। যাতে জাতীয় নিরাপত্তা, সাইবার জগতে অপরাধ, ভুল তথ্য ছড়ানো-সংক্রান্ত অপরাধগুলোতে তদন্ত সংস্থাগুলোকে অনুসন্ধান এবং বাজেয়াপ্ত করার ক্ষমতা দিয়েছে। এটি ব্যবহার করে সাংবাদিকদের নির্বিচারে আটক, নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। যা সাংবাদিকতায় ভীতির সৃষ্টি করেছে। জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার এ আইনটি বাতিল চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত