Ajker Patrika

বার কাউন্সিলের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আইনজীবী মহাসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২: ০৭
বার কাউন্সিলের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আইনজীবী মহাসমাবেশ শুরু

বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টার পরে তিনি ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা। 

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে এ সমাবেশ চলছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশ থেকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা উপস্থিত হয়েছেন।

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় বার কাউন্সিল ১৫ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৩৮ কোটি টাকা।

আইনজীবীদের জন্য প্রশিক্ষণকক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের কক্ষ রয়েছে। এ ছাড়া শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল রয়েছে। ভবনটিতে রয়েছে চারটি লিফট, ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার।

প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে আলাদা বিদ্যুৎ লাইনও এতে যুক্ত করা হয়েছে। নবনির্মিত এই ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসেপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত