Ajker Patrika

বিধিনিষেধ বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত, স্কুল-কলেজও বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
বিধিনিষেধ বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত, স্কুল-কলেজও বন্ধ

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চলমান বিধিনিষেধের মেয়াদ ৭ থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়িয়েছে সরকার। এই সময় সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে দুই দফায় জারিকৃত বিধিনিষেধগুলো বহাল রাখা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি লোক নিয়ে সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যাঁরা যোগদান করবেন তাঁদের অবশ্যই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

বিধিনিষেধ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত