নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, কন্যাশিশুর উন্নয়নে বড় বাধা বাল্যবিবাহ। বাল্যবিবাহ বন্ধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আইনের প্রয়োগ ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বিগত কয়েক দশকে নারী ও কন্যাশিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, তারা শিক্ষিত ও সচেতন হয়ে উঠছে। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী উন্নয়ন, ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা, শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস, শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতকরণ, শিশু নির্যাতন, শিশু পাচার রোধসহ শিশুর সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ও পুষ্টিসহ অন্যান্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের কন্যাশিশুদের গড়ে তুলতে হবে। তাহলে তারা রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে এবং নারী-পুরুষের সমতার পরিবেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর যথাযথ বাস্তবায়নের ফলে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণ ও সকল ক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিত করা হয়েছে। এক দশক আগে প্রাথমিক শিক্ষা স্তরে ছাত্রী ভর্তির হার ছিল ৬১ শতাংশ যা বর্তমানে ৯৮ শতাংশে উন্নীত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, মনঃকষ্টে, সমাজের চাপে অনেক কন্যাশিশু আত্মহত্যার পথ বেছে নেয়, যা কষ্টকর। কেউ মনঃকষ্টে ভুগলেও ১০৯ নম্বরে কল করলে কাউন্সেলিং সেবা পাবে। নির্যাতন প্রতিরোধেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নম্বরে কল করে তাৎক্ষণিক সেবা গ্রহণ করা সম্ভব।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, আমাদের কন্যাশিশুরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাদের জন্য যদি সকল ক্ষেত্রে সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়, তাহলে তাঁরা আকাশ সমান সফলতা অর্জন করতে পারবে।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শরীফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ সম্পাদক রাবেয়া বেগম প্রমুখ।
গত ৩০ সেপ্টেম্বর ছিল জাতীয় কন্যাশিশু দিবস ৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ কিছু বেসরকারি সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৪ সেপ্টেম্বর দিবসটি উদ্যাপন করে। দিবসটি উপলক্ষে কন্যা শিশুর উন্নয়নে কাজ করা বাইশটি সংগঠন ও শিশুদের নিয়ে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল থেকে শুরু করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
দেশব্যাপী কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয় ৷ মূল অনুষ্ঠানটি হয় ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে। এই অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন গ্রুপে মোট ১৫ জন বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।’ ক’ গ্রুপে পুরস্কার অর্জন করে মুনিবা মাজহার, অয়ন বর্মন, সমৃদ্ধি মণ্ডল (রিমঝিম), আমিনা হক মৃণ্ময়ী ও নুর-ই-আনজুম সারা।’ খ’ গ্রুপের পুরস্কারজয়ীরা হলো-ফাইজা আলম, প্রকৃতি চৌধুরী, মিথিলা ভৌমিক, তামান্না আক্তার ও মোছা: ফাতিহা জান্নাত মাহি এবং’ গ’ গ্রুপের পুরস্কারজয়ীরা হলো-অধরা চক্রবর্তী, আনিশা সান্তনি, অর্নিলা ভৌমিক, আদৃতি প্রিয়ন্তী বসু ও চাঁদনী আক্তার।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, কন্যাশিশুর উন্নয়নে বড় বাধা বাল্যবিবাহ। বাল্যবিবাহ বন্ধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আইনের প্রয়োগ ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বিগত কয়েক দশকে নারী ও কন্যাশিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, তারা শিক্ষিত ও সচেতন হয়ে উঠছে। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী উন্নয়ন, ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা, শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস, শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতকরণ, শিশু নির্যাতন, শিশু পাচার রোধসহ শিশুর সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ও পুষ্টিসহ অন্যান্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের কন্যাশিশুদের গড়ে তুলতে হবে। তাহলে তারা রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে এবং নারী-পুরুষের সমতার পরিবেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর যথাযথ বাস্তবায়নের ফলে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণ ও সকল ক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিত করা হয়েছে। এক দশক আগে প্রাথমিক শিক্ষা স্তরে ছাত্রী ভর্তির হার ছিল ৬১ শতাংশ যা বর্তমানে ৯৮ শতাংশে উন্নীত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, মনঃকষ্টে, সমাজের চাপে অনেক কন্যাশিশু আত্মহত্যার পথ বেছে নেয়, যা কষ্টকর। কেউ মনঃকষ্টে ভুগলেও ১০৯ নম্বরে কল করলে কাউন্সেলিং সেবা পাবে। নির্যাতন প্রতিরোধেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নম্বরে কল করে তাৎক্ষণিক সেবা গ্রহণ করা সম্ভব।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, আমাদের কন্যাশিশুরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাদের জন্য যদি সকল ক্ষেত্রে সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়, তাহলে তাঁরা আকাশ সমান সফলতা অর্জন করতে পারবে।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শরীফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ সম্পাদক রাবেয়া বেগম প্রমুখ।
গত ৩০ সেপ্টেম্বর ছিল জাতীয় কন্যাশিশু দিবস ৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ কিছু বেসরকারি সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৪ সেপ্টেম্বর দিবসটি উদ্যাপন করে। দিবসটি উপলক্ষে কন্যা শিশুর উন্নয়নে কাজ করা বাইশটি সংগঠন ও শিশুদের নিয়ে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল থেকে শুরু করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
দেশব্যাপী কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয় ৷ মূল অনুষ্ঠানটি হয় ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে। এই অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন গ্রুপে মোট ১৫ জন বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।’ ক’ গ্রুপে পুরস্কার অর্জন করে মুনিবা মাজহার, অয়ন বর্মন, সমৃদ্ধি মণ্ডল (রিমঝিম), আমিনা হক মৃণ্ময়ী ও নুর-ই-আনজুম সারা।’ খ’ গ্রুপের পুরস্কারজয়ীরা হলো-ফাইজা আলম, প্রকৃতি চৌধুরী, মিথিলা ভৌমিক, তামান্না আক্তার ও মোছা: ফাতিহা জান্নাত মাহি এবং’ গ’ গ্রুপের পুরস্কারজয়ীরা হলো-অধরা চক্রবর্তী, আনিশা সান্তনি, অর্নিলা ভৌমিক, আদৃতি প্রিয়ন্তী বসু ও চাঁদনী আক্তার।
জনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৬ ঘণ্টা আগেজনস্বার্থে প্রয়োজনীয় না হলেও দলীয় সরকারের সময় অনুগত কর্মকর্তাদের অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আসা অন্তর্বর্তী সরকারও সে ধারা অব্যাহত রেখেছে। অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পেয়ে সংশ্লিষ্ট কর্মীর কিছু প্রাপ্তিযোগ ঘটলেও স
৭ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।
১০ ঘণ্টা আগেনির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
১০ ঘণ্টা আগে