Ajker Patrika

ঢাকার সঙ্গে স্থগিত বৈঠকগুলো দ্রুত শুরুর তাগিদ ইসলামাবাদের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকার সঙ্গে স্থগিত বৈঠকগুলো দ্রুত শুরুর তাগিদ ইসলামাবাদের

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা সরকারি পর্যায়ের বৈঠকগুলো শিগগিরই শুরু করার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। আজ সোমবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পাকিস্তান হাউস, ইসলামাবাদ ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ‘পাকিস্তান বাংলাদেশ ইকোনমিক রিলেশন: ফারদার কোঅপারেশ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। উপস্থিত ছিলেন বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীবৃন্দসহ পাকিস্তানের শীর্ষ ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পাকিস্তান হাউসের গবেষণা সহযোগী শায়েস্তা রিয়াজ।

ওয়েবিনারে পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বেশ কিছু বৈঠক রয়েছে, যেমন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের মতো এ বৈঠকগুলো যত দ্রুত সম্ভব শুরু হওয়া দরকার। এ বৈঠকগুলো দীর্ঘ দিন ধরে হয়নি। তবে দুই দেশের সরকার বৈঠকগুলো আবারও শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বিবেচনায় নেওয়া জরুরি বলেও জানান তিনি।

বাংলাদেশকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ব্যবহারের প্রস্তাব দিয়ে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সিপিইসি যোগযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। তবে সৌভাগ্য বসত বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্ব সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনায় এসিআই কেমিক্যালের ব্যবসায়িক পরিচালক মঞ্জুর রশিদ বলেন, দেশগুলোর টেকসই থাকার জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিকে পাকিস্তান খুবই গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সমস্যা থাকলেও দুই দেশের ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব বোঝে। সিপিইসি খুবই গুরুত্ব বহন করে। সিপিইসি ব্যবহারের সুযোগ বাংলাদেশে সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি চীন থেকে হয়ে থাকে। সিপিইসিকে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত