Ajker Patrika

এসআইয়ের চাকরিতে অনিচ্ছুক-অযোগ্য ৬০ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৭
এসআইয়ের চাকরিতে অনিচ্ছুক-অযোগ্য ৬০ জন 

ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এই চাকরি করতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং অযোগ্য হয়েছেন এমন প্রার্থীর সংখ্যা ৬০ জন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে নিয়োগযোগ্য ৮১৫ জনের তালিকাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কিছু প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক না হওয়ায় ‘নিয়োগের অযোগ্য’ হয়েছেন। আর কিছু প্রার্থী চাকরি করতে অনিচ্ছা পোষণ করেছেন।

গত ২৮ জুন ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৮৭৫ জন। এরপর শুরু হয় উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশন। এই প্রক্রিয়া শেষে ক্যাডেট এসআই পদে নিয়োগযোগ্য বলে বিবেচিত হয়েছেন ৮১৫ জন। এই ৮১৫ জনকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে আগামী ১৪ অক্টোবর বেলা ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগযোগ্য ৮১৫ জন এবং চাকরিতে অনিচ্ছুক-অযোগ্য ৬০ জন—দুটি তালিকাই পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত