Ajker Patrika

জাতীয় লবণ নীতিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৭: ৪১
জাতীয় লবণ নীতিমালা অনুমোদন

চাহিদা নিরূপণ করে নতুন প্রযুক্তি ব্যবহার করে লবণ উৎপাদনের জন্য নীতিমালা অনুমোদন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় লবণ নীতিমালা-২০২২ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘উপকূলীয় জেলাগুলোর অনেক জায়গায় গতানুগতিক পদ্ধতিতে লবণ চাষ হচ্ছে। এর উন্নয়ন করা দরকার। মাতারবাড়ি, কক্সবাজার, পায়রায় বেশ কিছু জায়গা উন্নয়নমূলক কাজের জন্য নিয়েছি। সে জন্য নতুন নতুন জায়গা উদ্ভাবন করা এবং নতুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে লবণের উৎপাদন আরও বাড়াতে নীতিমালা করা হয়েছে।’ 

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আশা করা হচ্ছে, ২০২০-২৫ মেয়াদি এই নীতিমালা বাস্তবায়ন করলে আমরা লবণ উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব এবং আমাদের লবণের ঘাটতি হবে না। এ জন্য ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক খাতভিত্তিক লবণের চাহিদা নিরূপণ, পরিবেশবান্ধব উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার, লবণচাষিদের স্বাস্থ্য সুরক্ষা, প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপরিশোধিত লবণের মান ও মাত্রা নির্ধারণ করতে হবে। ঈদুল আজহার সময় চামড়াগুলো যেন সংরক্ষণ করতে পারি, সে জন্য পর্যাপ্ত পরিমাণে লবণের ব্যবস্থা করতে হবে। গুণগত মান নিশ্চিত, আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধে ভোজ্য লবণে আয়োডিনের পরিমাণ নিশ্চিত করতে হবে।’ 

নীতিমালা অনুযায়ী আপৎকালে লবণের বাফার স্টক রাখার ব্যবস্থা করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ জন্য লবণশিল্প জরিপ করতে হবে। তার ফলাফলের ভিত্তিতে পদক্ষেপগুলো নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত