নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যাদুর্গত জেলা ফেনীতে ৭৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার বেশিরভাগ এলাকায়। আজ বৃহস্পতিবার রাতে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এ তথ্য জানায়।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১২ জেলার ১৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। এ সব জেলার ১২ হাজার ২৫০ টির মধ্যে ১ হাজার ৭৭৯ টি টাওয়ার অচল হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ি জেলায়। ফেনীর ৭৪ শতাংশ আর খাগড়াছড়ির ৩৫ শতাংশ টাওয়ার কাজ করছে না।
মোবাইল সেবা ব্যাহত হওয়ায় বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছেন। পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতিও জানাচ্ছেন অনেকে।
টেলিভিশন চ্যানেল ডিবিসির বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘৩০ ঘণ্টার বেশি সময় আমি বাবা-মায়ের কণ্ঠস্বর শুনছি না। ফেসবুকে অনেকগুলো সাহায্যের নম্বর দেখেছি। অনেক নম্বরে যোগাযোগ করতে গিয়ে নম্বর বন্ধ দেখেছি। অনেক বড় বড় জায়গা থেকেও আমাকে ফোন দেওয়া হয়েছে। সান্ত্বনা দেওয়া হয়েছে। সবাই চেষ্টার কথা বলছেন। কিন্তু আমিতো আমার মা বাবার কোনো খবরই জানতে পারলাম না। আমার আত্মীয়স্বজন, ফেনীর সাংবাদিক, বন্ধু-বান্ধব সবার নম্বর বন্ধ পাচ্ছি।’
বন্যাদুর্গত জেলা ফেনীতে ৭৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার বেশিরভাগ এলাকায়। আজ বৃহস্পতিবার রাতে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এ তথ্য জানায়।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১২ জেলার ১৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। এ সব জেলার ১২ হাজার ২৫০ টির মধ্যে ১ হাজার ৭৭৯ টি টাওয়ার অচল হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ি জেলায়। ফেনীর ৭৪ শতাংশ আর খাগড়াছড়ির ৩৫ শতাংশ টাওয়ার কাজ করছে না।
মোবাইল সেবা ব্যাহত হওয়ায় বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছেন। পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতিও জানাচ্ছেন অনেকে।
টেলিভিশন চ্যানেল ডিবিসির বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘৩০ ঘণ্টার বেশি সময় আমি বাবা-মায়ের কণ্ঠস্বর শুনছি না। ফেসবুকে অনেকগুলো সাহায্যের নম্বর দেখেছি। অনেক নম্বরে যোগাযোগ করতে গিয়ে নম্বর বন্ধ দেখেছি। অনেক বড় বড় জায়গা থেকেও আমাকে ফোন দেওয়া হয়েছে। সান্ত্বনা দেওয়া হয়েছে। সবাই চেষ্টার কথা বলছেন। কিন্তু আমিতো আমার মা বাবার কোনো খবরই জানতে পারলাম না। আমার আত্মীয়স্বজন, ফেনীর সাংবাদিক, বন্ধু-বান্ধব সবার নম্বর বন্ধ পাচ্ছি।’
রাজধানীর গেন্ডারিয়ার শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। বিদ্যালয়ের নামে রেকর্ড না থাকায় ২১ দশমিক ৩৬ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মামলা চলেছে। কিছুদিন আগে মামলার রায় বিদ্যালয় কর্তৃপক্ষের অনুকূলে এলেও জমিটি এখনো বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে...
৮ ঘণ্টা আগেমিয়ানমার সীমান্তে বাংলাদেশি জেলেদের মূর্তিমান আতঙ্ক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। পাঁচ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ১৩টি ঘটনায় আরাকান আর্মি ও সে দেশের নৌবাহিনীর হাতে বাংলাদেশের ১০৬ জন অপহৃত হন। গতকাল মঙ্গলবারও সেন্ট মার্টিনের অদূরে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে...
৮ ঘণ্টা আগেবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, ‘এখন আর সারভাইভাল অব দ্য ফিটেস্ট, অর্থাৎ সেরা মানুষেরা টিকে থাকবে—এই নীতি নয়; বরং যারা সবচেয়ে ভালো আলোচনা বা চুক্তি করতে পারবে, তারাই টিকে থাকবে।’ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান আজ মঙ্গলবার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ
৯ ঘণ্টা আগেসিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িত অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে খুলনায় ৩১, সিলেটে ১৮ এবং গাজীপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
৯ ঘণ্টা আগে