চলছে আলু তোলা। সকাল থেকে জমিতে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গরু চালিত লাঙলের ফলায় মাটি আলগা করে আলু তুলে আনা হচ্ছে। হাড়গ্রাম ইউনিয়ন, পবা উপজেলা, রাজশাহী, ১৬ মার্চ, ২০২৫। ছবি: মিলন শেখ।
চলছে আলু তোলা। সকাল থেকে জমিতে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গরু চালিত লাঙলের ফলায় মাটি আলগা করে আলু তুলে আনা হচ্ছে। হাড়গ্রাম ইউনিয়ন, পবা উপজেলা, রাজশাহী, ১৬ মার্চ, ২০২৫। ছবি: মিলন শেখ।
আলু তুলতে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চলে এসেছে মাঠে। এক উৎসবমুখর সময় কাটছে তাদের। কোদাল দিয়ে মাটি তুলে তার নিচে থাকা আলু বের করে নিচ্ছে শিশুরা। হাড়গ্রাম ইউনিয়ন, পবা উপজেলা, রাজশাহী, ১৬ মার্চ, ২০২৫। ছবি: মিলন শেখ।
আলু তুলতে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চলে এসেছে মাঠে। এক উৎসবমুখর সময় কাটছে তাদের। কোদাল দিয়ে মাটি তুলে তার নিচে থাকা আলু বের করে নিচ্ছে শিশুরা। হাড়গ্রাম ইউনিয়ন, পবা উপজেলা, রাজশাহী, ১৬ মার্চ, ২০২৫। ছবি: মিলন শেখ।
শীতে পানিশূন্য কালীগঙ্গার বুকে ধানের আবাদ করা হয়েছে। বর্ষার মৌসুম ছাড়া প্রায় সময়ই পানিশূন্য থাকে কালীগঙ্গা নদী। যত দূর চোখ যায়, নদীর বুকজুড়ে ধূ-ধূ বালুচর দেখা যায়। কোথাও চাষাবাদ হয়, কোথাও বা গরু চরানো। দেখে বোঝার উপায় নেই, এটি নদী না মরা খাল? তরা, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ১৬ মার্চ, ২০২৫। ছবি: আব্দুর রাজ্জাক।