শীতের সকালে কুয়াশা ঠেলে সূর্য উঁকি দিতেই চাতালের (কৃষিপণ্য শুকানোর স্থান) নারী-পুরুষ শ্রমিকেরা কাজে নেমে পড়েছেন। নওহাটা পৌরসভার কলেজ মোড়, পবা উপজেলা, রাজশাহী, ১১ জানুয়ারি ২০২৫। ছবি: মিলন শেখ
ভুট্টাখেতে সেচের ব্যবস্থা করতে ভোরের আলো ফুটতেই জমি প্রস্তুত করতে নেমে পড়েছেন কৃষকেরা। নওহাটা পৌরসভা পশ্চিম পুঠিয়াপাড়া এলাকা, পবা উপজেলা, রাজশাহী, ১১ জানুয়ারি ২০২৫। ছবি: মিলন শেখ।
ভুট্টাখেতে সেচের ব্যবস্থা করতে ভোরের আলো ফুটতেই জমি প্রস্তুত করতে নেমে পড়েছেন কৃষকেরা। নওহাটা পৌরসভা পশ্চিম পুঠিয়াপাড়া এলাকা, পবা উপজেলা, রাজশাহী, ১১ জানুয়ারি ২০২৫। ছবি: মিলন শেখ।
জেগে ওঠা তিস্তার চরে শীতের সকালে ব্যাডমিন্টন খেলায় মেতেছে শিশু-কিশোরের দল। ছবিটি গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাক এলাকা থেকে তোলা, রংপুর, ১১ জানুয়ারি ২০২৫। ছবি: আব্দুর রহিম পায়েল
কনকনে শীত উপেক্ষা করে নৌকায় তিস্তা পাড়ি দিয়ে চরে লাগানো ফসলের পরিচর্যা করতে যাচ্ছেন একদল কৃষক। ছবিটি গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাক এলাকা থেকে তোলা, রংপুর, ১১ জানুয়ারি ২০২৫। ছবি: আব্দুর রহিম পায়েল