নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন সফল পরিণতি পাবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘এই সরকারের অস্ত্র হচ্ছে টিয়ার গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড, বুলেট-বন্দুক। আর আমাদের বিরোধী দলের অস্ত্র হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, সত্যের জয় হবেই।’
গতকাল শুক্রবার রাতে আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মঈন খান এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর আন্দোলন, নির্বাচনের তফসিলসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
বিএনপিসহ বিরোধী দলগুলোর সরকারপতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় বিগত এক বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে যে আন্দোলন করে যাচ্ছি, সরকারের সব রকমের উসকানি ও দমন-পীড়নকে উপেক্ষা করে আমাদের এই প্রতিবাদ-আন্দোলন চলতেই থাকবে। নেতা-কর্মীদের মনোবল সমুচ্চ রেখে আমাদের নৈতিক সংগ্রাম চলতেই থাকবে।’
এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে দুই দিনের হরতাল ডাকে বিএনপিসহ বিরোধী দলগুলো। তফসিল ঘোষণার পরবর্তী সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন মঈন খান।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার হয়তো এটা মনে করতে পারে যে, নির্বাচনী তফসিল ঘোষণা দিয়েই তারা নির্বাচনে জয়লাভ করে ফেলেছে। এমনকি ইতিমধ্যে তারা বিজয় মিছিলও করে ফেলেছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল দখল করবে বলে বিএনপি যে আশঙ্কার কথা বলে এসেছিল, গত দুই দিনে সেটাই তারা প্রমাণ করে দিয়েছে।’
আওয়ামী লীগের সমালোচনায় বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই আওয়ামী লীগ কোনো দিনই গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী নয়। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস শুরু থেকে আজ পর্যন্ত পর্যালোচনা করলে এ সত্যই প্রমাণিত হয়। আসলে তারা ভিন্ন মত সহ্য করতে পারে না। এই চিন্তা থেকেই তারা বাকশাল কায়েম করেছে। বিপরীতে বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতি করেছে। বিএনপি ভিন্ন মতকে সম্মান করে—এটাই তারা প্রমাণ করেছে।’
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন সফল পরিণতি পাবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘এই সরকারের অস্ত্র হচ্ছে টিয়ার গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড, বুলেট-বন্দুক। আর আমাদের বিরোধী দলের অস্ত্র হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, সত্যের জয় হবেই।’
গতকাল শুক্রবার রাতে আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মঈন খান এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর আন্দোলন, নির্বাচনের তফসিলসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
বিএনপিসহ বিরোধী দলগুলোর সরকারপতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় বিগত এক বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে যে আন্দোলন করে যাচ্ছি, সরকারের সব রকমের উসকানি ও দমন-পীড়নকে উপেক্ষা করে আমাদের এই প্রতিবাদ-আন্দোলন চলতেই থাকবে। নেতা-কর্মীদের মনোবল সমুচ্চ রেখে আমাদের নৈতিক সংগ্রাম চলতেই থাকবে।’
এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে দুই দিনের হরতাল ডাকে বিএনপিসহ বিরোধী দলগুলো। তফসিল ঘোষণার পরবর্তী সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন মঈন খান।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার হয়তো এটা মনে করতে পারে যে, নির্বাচনী তফসিল ঘোষণা দিয়েই তারা নির্বাচনে জয়লাভ করে ফেলেছে। এমনকি ইতিমধ্যে তারা বিজয় মিছিলও করে ফেলেছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল দখল করবে বলে বিএনপি যে আশঙ্কার কথা বলে এসেছিল, গত দুই দিনে সেটাই তারা প্রমাণ করে দিয়েছে।’
আওয়ামী লীগের সমালোচনায় বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই আওয়ামী লীগ কোনো দিনই গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী নয়। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস শুরু থেকে আজ পর্যন্ত পর্যালোচনা করলে এ সত্যই প্রমাণিত হয়। আসলে তারা ভিন্ন মত সহ্য করতে পারে না। এই চিন্তা থেকেই তারা বাকশাল কায়েম করেছে। বিপরীতে বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতি করেছে। বিএনপি ভিন্ন মতকে সম্মান করে—এটাই তারা প্রমাণ করেছে।’
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
৮ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
৮ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১১ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১২ ঘণ্টা আগে