Ajker Patrika

আওয়ামী লীগ চাইলে বিএনপি রাস্তায় নামতে পারত না: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ চাইলে বিএনপি রাস্তায় নামতে পারত না: তাপস

আওয়ামী লীগ চাইলে বিএনপি ঢাকা মহানগরের রাস্তায় নামতে পারত না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা চাইলে ঢাকা মহানগরের কোনো এলাকায় আপনাদের (বিএনপি) নামার সুযোগ ছিল না। তারপরেও গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে আমরা কোনো বাঁধা দেব না।’ 

আজ শনিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানার অন্তর্ভুক্ত ওয়ার্ডের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন। 

বিএনপি কর্মসূচির নামে সহিংসতা করলে জনগণ তার জবাব দেবে জানিয়ে তাপস বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না, দাঁতভাঙা জবাব দেবে।’ 

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে দাবি করে মেয়র বলেন, ‘আজকে তারা (বিএনপি) থানায় থানায় মিছিল করছে, আমরা কোনো বাঁধা দেইনি। তারপরও হাজারীবাগের বেড়িবাঁধ, কামরাঙ্গীরচর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। নিউ মার্কেট এলাকায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত