Ajker Patrika

দেশ পরিচালনার নামে একটি সিন্ডিকেট লুটপাট করছে: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশ পরিচালনার নামে একটি সিন্ডিকেট লুটপাট করছে: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে এমন একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যারা দেশ পরিচালনার নামে লুটপাট করছে।

আজ মঙ্গলবার ঢাকার প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জিসাস নতুন তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমেই বিপর্যয়ের দিকে যাচ্ছে। ঘরে ঘরে লোডশেডিং হচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

খন্দকার মোশাররফ আরও বলেন, ১৪ বছর ধরে জোর করে, গায়ের জোরে সরকার টিকে আছে। ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার বিএনপিকে ভয় পায় বলেই বারবার হামলা করছে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, সরকার গণতন্ত্রের কথা বলে। কিন্তু কিছুক্ষণ আগেই ছাত্রদলের নেতা-কর্মীদের প্রচণ্ড মারধর করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই হলো দেশের গণতন্ত্রের অবস্থা।

সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাহিদ গুলানার ইভা। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এদিকে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষ ইভিএম মেশিনে নয়, নিজের হাতে ভোট দিতে পছন্দ করে। নিজের হাতেই তারা ভোট দেবে।

দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রয়োজনে পতাকার লাঠি আরও লম্বা করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত