Ajker Patrika

‘তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭: ৫৫
‘তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। সে সঙ্গে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বলেছেন, ‘দলীয় নিয়ম-নীতি মেনে দল পরিচালিত হবে। এটি প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’ 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে যোগদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শমশের মুবিন চৌধুরী বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।’ 

তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে—এটা আমাদের দাবি।’ 

অনুষ্ঠানে অন্য নেতৃবৃন্দ বলেন, তাঁরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না তাঁরা, বরং তৃণমূলের সিদ্ধান্ত কেন্দ্র বাস্তবায়ন করবেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যাঁরা জাতীয়তাবাদে বিশ্বাসী, যাঁরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং, স্থানীয়ভাবে জুলুম-নির্যাতনের অভিযোগ নেই, এমন ব্যক্তিদের জন্য তৃণমূল বিএনপির দরজা সব সময় খোলা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত