Ajker Patrika

ভিক্ষা করে ভ্যাকসিনের চাহিদা মেটানো সম্ভব না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ১৮: ৩৬
ভিক্ষা করে ভ্যাকসিনের চাহিদা মেটানো সম্ভব না: জি এম কাদের

ঢাকা: ভিক্ষা করে আর উপহার নিয়ে দেশে টিকার চাহিদা মেটানো সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জাপা চেয়ারম্যান বলেন, যেখানে বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে সেখানে আমাদের দেশের মানুষ টিকা অনিশ্চয়তায় ভুগছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বর্তমান টিকা পরিস্থিতি নিয়ে সরকারের কূটনীতির সমালোচনা করে বলেন, টিকা কূটনীতিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে ইতিমধ্যেই রোডম্যাপ ধরে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেসব দেশের মানুষ জানে কখন তাদের টিকাদান শেষ হবে। আর আমাদের দেশের কেউই জানেন না কখন আমাদের দেশে গণ টিকা কর্মসূচি শুরু হবে। 

জিএম কাদের আরও বলেন, দেশীয় প্রতিষ্ঠান টিকা উৎপাদন করেছে যেটা বিশ্বস্বাস্থ্য সংস্থাও ব্যবহার উপযোগী বলে স্বীকৃতিও দিয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরীন জটিলতার কারণে এর বাস্তবায়ন হচ্ছে না। সরকারকে এই সংকটের মুহূর্তে টিকার বিষয়ে দেশীয় উদ্যোগগুলোকে সহযোগিতা করতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন হামিদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও সৈয়দ আবু হোসেন বাবলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত