বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম। নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুরের বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিরপেক্ষ নিয়ে তাঁর সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনী সকল প্রচার-প্রচারণা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হওয়া, ভোটগণনা ও ফল প্রকাশের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহসভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাতীয় পার্টির নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম। নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুরের বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিরপেক্ষ নিয়ে তাঁর সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনী সকল প্রচার-প্রচারণা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হওয়া, ভোটগণনা ও ফল প্রকাশের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহসভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাতীয় পার্টির নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৬ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৮ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
২ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে