Ajker Patrika

ইভিএমে আপত্তি থাকলেও নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীন জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২২, ২২: ১৪
ইভিএমে আপত্তি থাকলেও নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীন জাপা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছে জাতীয় পার্টি (জাপা)। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই পদ্ধতিতে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে সেই নির্বাচনে জাপা অংশ নেবে কি নেবে না, সে ব্যাপারে জাপা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাপার ৩৩ নম্বর ওয়ার্ডের সম্মেলনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এই কথা জানান। 

‘ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব হবে না’ মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, ‘ইভিএম ভালো, কিন্তু যাঁরা পরিচালনা করবেন, তাঁরা তো নিরপেক্ষ নয়। তাই ইভিএমে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভিএমে ভোট হলে আমরা নির্বাচনে যাব কি যাব না, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।’ 

১১৬ জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণকমিশনের অভিযোগ প্রসঙ্গে চুন্নু বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী, এটা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আয়-ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে। 

জাপা মহাসচিব বলেন, ‘২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

চুন্নু বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিন গুণ খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক, কিন্তু উপজেলা পর্যায়ে যেন বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়, যেখানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সুচিকিৎসা পাবে। 

 ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত