নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছে জাতীয় পার্টি (জাপা)। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই পদ্ধতিতে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে সেই নির্বাচনে জাপা অংশ নেবে কি নেবে না, সে ব্যাপারে জাপা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাপার ৩৩ নম্বর ওয়ার্ডের সম্মেলনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এই কথা জানান।
‘ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব হবে না’ মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, ‘ইভিএম ভালো, কিন্তু যাঁরা পরিচালনা করবেন, তাঁরা তো নিরপেক্ষ নয়। তাই ইভিএমে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভিএমে ভোট হলে আমরা নির্বাচনে যাব কি যাব না, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।’
১১৬ জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণকমিশনের অভিযোগ প্রসঙ্গে চুন্নু বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী, এটা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আয়-ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে।
জাপা মহাসচিব বলেন, ‘২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
চুন্নু বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিন গুণ খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক, কিন্তু উপজেলা পর্যায়ে যেন বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়, যেখানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সুচিকিৎসা পাবে।
৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছে জাতীয় পার্টি (জাপা)। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই পদ্ধতিতে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে সেই নির্বাচনে জাপা অংশ নেবে কি নেবে না, সে ব্যাপারে জাপা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাপার ৩৩ নম্বর ওয়ার্ডের সম্মেলনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এই কথা জানান।
‘ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব হবে না’ মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, ‘ইভিএম ভালো, কিন্তু যাঁরা পরিচালনা করবেন, তাঁরা তো নিরপেক্ষ নয়। তাই ইভিএমে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভিএমে ভোট হলে আমরা নির্বাচনে যাব কি যাব না, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।’
১১৬ জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণকমিশনের অভিযোগ প্রসঙ্গে চুন্নু বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী, এটা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আয়-ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে।
জাপা মহাসচিব বলেন, ‘২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
চুন্নু বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিন গুণ খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক, কিন্তু উপজেলা পর্যায়ে যেন বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়, যেখানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সুচিকিৎসা পাবে।
৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ।
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
৫ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১৫ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১৮ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১ দিন আগে