Ajker Patrika

নির্বাচন কমিশনের ব্যাপারে অধ্যাদেশ সম্ভব না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনের ব্যাপারে অধ্যাদেশ সম্ভব না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি এই নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আইন করা সম্ভব না। তবে আইন করা উচিৎ। আমিও বলি আইন হবে।

আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।মন্ত্রী

বলেন, করোনার সময়ে সংসদ বসে, তবে আমরা সব সংসদ সদস্যদের ডাকি না। আমাকে বলা হয়েছিল, নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে একটি অর্ডিন্যান্স (অধ্যাদেশ) করে দেন। আমি বলেছি, সেটা সম্ভব না। সংবিধান বলছে আইন করে দিতে, এ রকম একটা আইন সংসদকে পাশ কাটিয়ে করতে রাজি না। 

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি গত দুবার সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে এসেছিলেন যে সার্চ কমিটি গঠন হবে। কমিটিতে ছয়জনের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী, বাকি দুজন সিভিল সোসাইটির। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। সার্চ কমিটি ১০টি নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি পাঁচজনকে নির্বাচিত করবেন। এটা করার পর একটি গেজেট হয়েছে। এর পরে দুটি নির্বাচন হয়েছে। যদিও এটা আইন না, তবু এটার ‘ফোর্স অব ল’ আছে। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত