Ajker Patrika

টিকা নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় : জি এম কাদের

ঢাকা: করোনার টিকা বিষয়ে জনগণ বিস্তারিত জানতে চায়। কিন্তু এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কীনা-তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জি এম কাদের বলেন, কোভিশিল্ড এর দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনও কয়েক লাখ মানুষ অস্থিরতার সাথে অপেক্ষা করছেন। এখন প্রমাণ হলো বিকল্প উৎস না রেখে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত ভুল ছিলো। রাশিয়া ও চীনের ভ্যাকসিন আমদানী ও যৌথ উৎপাদনের পাশাপাশি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানি করতেও সরকারকে পরামর্শও দেন তিনি।

জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশের অভ্যন্তরে গ্লোব বায়েটেক এর বঙ্গভ্যাক্স-কে সর্বাত্মক সহযোগিতা দেয়া হলে এই মুহূর্তে দেশীয় উৎস থেকে তৈরী টিকা পাওয়ার উজ্জল সম্ভাবনা থাকতো। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা এখনো নেওয়া যায়।

বিষয়:

রাজারবাগ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত