অভ্যুত্থানের মতো দেশের স্বার্থেও শিবিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব: সারজিস

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫০
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৬
Thumbnail image
সারজিস আলম। ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, অভ্যুত্থানের সময় শিবিরের সঙ্গে যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, ভবিষ্যতেও সেভাবেই কাজ করে যাবেন।

আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব বলেন সারজিস আলম। তিনি বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে যেভাবে একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে শিবিরের সঙ্গে বসে যেভাবে কাজ করেছি, ঠিক সেভাবে দেশের স্বার্থকে সবার ওপরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

সারজিস আলম বলেন, ‘ছাত্রশিবিরকে ২৪-এর গণ-অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোদ্ধা হিসেবে পেয়েছি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা রেখেছিল ছাত্রশিবির। সত্য কখনো চাপা রাখা যায় না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।’

এই ছাত্রনেতা আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে মনে করি, ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল—খুনি হাসিনা স্বাধীন দেশে বেঁচে থাকাটা যাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল। খুনি হাসিনা আপনাদের (ছাত্রশিবির)সহ অনেককে যেভাবে রিপ্রেজেন্ট করতে (তুলে ধরতে) চেয়েছিল, সেটা নতুন প্রজন্ম বিশ্বাস করে না। কাজের মধ্য দিয়ে আপনাদের গ্রহণযোগ্যতা দেশের মানুষের কাছে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, আমরা এই আশা রাখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত