Ajker Patrika

জিয়াই বঙ্গবন্ধুর মূল হত্যাকারী: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিয়াই বঙ্গবন্ধুর মূল হত্যাকারী: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, `জিয়াই বঙ্গবন্ধুর হত্যাকারী। এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন।' আজ রোববার তথ্য ভবনে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, `সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। মূলত বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল। সেদিন চার বছরের শিশুকেও হত্যা করা হয়েছিল। এটি পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। এরপর পাকিস্তানি দোসররা জাতীয় সংগীত ও পতাকা পরিবর্তন করতে চেয়েছিল।' 

১৫ আগস্ট হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে তিনি বলেন, `এই মহান নেতাকে হত্যা করার সাহস গুটিকয়েক সেনা সদস্যের ছিল না। তাদের পেছনে অনেকই কলকাঠি নেড়েছে। এটা ছিল দীর্ঘদিনের ষড়যন্ত্র। আর জিয়া তখন হত্যাকারীদের বিচার না করে সমর্থন দিয়েছিল। মূলত জিয়া ছিল মুক্তিযুদ্ধের ছদ্মবেশে পাকিস্তানিদের দোসর।' 

হাছান মাহমুদ আরও বলেন, একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকারীদের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। এর মাধ্যমে ইতিহাসকে কলুষমুক্ত করে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। এখনো বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তাদের রাজনীতি বন্ধ করতে হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মো. মকবুল হোসেন। প্রেস ইনস্টিটিউটের মহা পরিচালক জাফর ওয়াজেদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত