নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতুর ঝলমলে আলো দেখে মানুষের পেট ভরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিড্যাব) বুধবার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘স্বাস্থ্য খাতে বছর বছর বরাদ্দ কমছে। আপনি স্বাস্থ্য খাতে টাকা না দিয়ে পদ্মা সেতু দেখাবেন, এ পদ্মা সেতু আলোতে ঝলমল করবে রাতে, তা দেখে তো আর পেট ভরবে না, মানুষের কর্মসংস্থান বাড়বে না, তৃণমূলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না।’
রিজভী বলেন, ‘ডিক্টেটরদের কাজ হচ্ছে চটকদারি করা। মানুষকে দেখানো যে আমি ফ্লাইওভার করছি, বড় সেতু করছি। কিন্তু গ্রামের মানুষ তো মরে পড়ে আছে, তাদের তো বিক্রি করতেছেন। উন্নয়ন মানে তো মানুষের উন্নয়ন। মানুষের যদি সুস্বাস্থ্য না থাকে, সে যদি আমাশয়, কলেরা-ডায়রিয়ায় মরে পড়ে থাকে গ্রামে, তাহলে যে আলোকোজ্জ্বল পদ্মা সেতু আমরা দেখছি, দুই দিন ধরে বিশাল আলো জ্বলছে সেখানে, সেটা দিয়ে লাভ কী? ওটার তো কোনো লাভ নেই, যদি রুট লেভেলে মানুষের উন্নয়ন না হয়। স্বৈরাচাররা দেশে দেশে এভাবেই চলছে।’ তিনি বলেন, দেশের চিকিৎসা এবং শিক্ষা সব ভেঙে পড়েছে। বাজেটে এক বছরে ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়েছে।
ভিড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছে, তাদের ওপরে জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সরকারের মধ্য থেকে যারা এ কার্যক্রম করার চেষ্টা করছে, ভোট চুরির, ক্ষমতা দখল করার (চেষ্টা করছে), নির্বাচন কমিশনসহ সবার ওপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই চুরির উচ্ছিষ্টভোগীরা এখন উঁকি মারছে। অর্থাৎ, আওয়ামী লীগ যে ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, এটার আবার একটা উচ্ছিষ্টভোগী সৃষ্টি হয়েছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
নেতা-কর্মীদের উদ্দেশে আমির খসরু বলেন, ‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আন্দোলনকে কীভাবে সফল করা যায়, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে আমরা যাতে আন্দোলনে সম্পৃক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।’ খসরু আরও বলেন, ‘দেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে এখন। একটা হলো কর্তৃত্ববাদী সরকার, আরেকটি হচ্ছে গণতন্ত্রের পক্ষে মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে। বিএনপির অবস্থান জনগণের পক্ষে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
পদ্মা সেতুর ঝলমলে আলো দেখে মানুষের পেট ভরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিড্যাব) বুধবার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘স্বাস্থ্য খাতে বছর বছর বরাদ্দ কমছে। আপনি স্বাস্থ্য খাতে টাকা না দিয়ে পদ্মা সেতু দেখাবেন, এ পদ্মা সেতু আলোতে ঝলমল করবে রাতে, তা দেখে তো আর পেট ভরবে না, মানুষের কর্মসংস্থান বাড়বে না, তৃণমূলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না।’
রিজভী বলেন, ‘ডিক্টেটরদের কাজ হচ্ছে চটকদারি করা। মানুষকে দেখানো যে আমি ফ্লাইওভার করছি, বড় সেতু করছি। কিন্তু গ্রামের মানুষ তো মরে পড়ে আছে, তাদের তো বিক্রি করতেছেন। উন্নয়ন মানে তো মানুষের উন্নয়ন। মানুষের যদি সুস্বাস্থ্য না থাকে, সে যদি আমাশয়, কলেরা-ডায়রিয়ায় মরে পড়ে থাকে গ্রামে, তাহলে যে আলোকোজ্জ্বল পদ্মা সেতু আমরা দেখছি, দুই দিন ধরে বিশাল আলো জ্বলছে সেখানে, সেটা দিয়ে লাভ কী? ওটার তো কোনো লাভ নেই, যদি রুট লেভেলে মানুষের উন্নয়ন না হয়। স্বৈরাচাররা দেশে দেশে এভাবেই চলছে।’ তিনি বলেন, দেশের চিকিৎসা এবং শিক্ষা সব ভেঙে পড়েছে। বাজেটে এক বছরে ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়েছে।
ভিড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছে, তাদের ওপরে জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সরকারের মধ্য থেকে যারা এ কার্যক্রম করার চেষ্টা করছে, ভোট চুরির, ক্ষমতা দখল করার (চেষ্টা করছে), নির্বাচন কমিশনসহ সবার ওপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই চুরির উচ্ছিষ্টভোগীরা এখন উঁকি মারছে। অর্থাৎ, আওয়ামী লীগ যে ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, এটার আবার একটা উচ্ছিষ্টভোগী সৃষ্টি হয়েছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
নেতা-কর্মীদের উদ্দেশে আমির খসরু বলেন, ‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আন্দোলনকে কীভাবে সফল করা যায়, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে আমরা যাতে আন্দোলনে সম্পৃক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।’ খসরু আরও বলেন, ‘দেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে এখন। একটা হলো কর্তৃত্ববাদী সরকার, আরেকটি হচ্ছে গণতন্ত্রের পক্ষে মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে। বিএনপির অবস্থান জনগণের পক্ষে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
সশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
২১ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
২১ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১ দিন আগে