নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন, বলার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেছেন—বিএনপি শক্তিহীনও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের ঘোষণার মধ্য দিয়ে আবারও বিএনপির শক্তি হীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দীনতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে। প্রকারান্তরে তিনি স্বীকার করেছে নিয়েছেন যে—কার্যত দলটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির যে কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সেটাই প্রতীয়মান হয়েছে।’
সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান জাতীয় সংসদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সে অর্থে বিরোধী দলকে ছায়া সরকার হিসেবেও অভিহিত করা হয়। সে জন্য যে কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক।’
ওবায়দুল কাদের বলেন, ‘যদি বিএনপি নেতাদের প্রশ্ন করি, বর্তমানে জাতীয় সংসদে তাদের আসনসংখ্যা কত? আর সেটা দিয়ে তাঁরা কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা জাতির সামনে প্রমাণিত।’
আগামী নির্বাচন ছাড়া জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হয়ে ওঠা কোনোভাবেই বিএনপির পক্ষে সম্ভব নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তবে কী ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে অগ্নি সন্ত্রাসের মতো ন্যক্কারজনক ও কাপুরুষোচিত শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে বিএনপি? দেশের সচেতন জনগণ মনে করে, দলটির এই দুরভিসন্ধিমূলক ঘোষণার নেপথ্যে দেশবিরোধী গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি নেতাদের “অতি অল্প সময়”-এর কোনো সীমা রেখা নেই। তাই বিএনপির হাঁকডাক হুমকি-ধমকিতে জনগণের কোনো আগ্রহ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘ফ্যাসিবাদী আদর্শের গর্ভে জন্ম নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ফ্যাসিবাদী অভিহিত করে একদিকে বিরোধী দলের ওপর দমন-পীড়নের মিথ্যা অভিযোগ করছেন। অন্যদিকে একই কণ্ঠে বলছেন, “শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি। ” সরকার যদি ফ্যাসিবাদী হয় তাহলে তাঁরা সরকারবিরোধী অপপ্রচার ও যথেচ্ছ মিথ্যাচার করেন কীভাবে? তাঁর এই দ্বিচারিতার কারণ হলো তাঁরা জনকল্যাণে কখনো কোনো রাজনীতি করেন না। যে কোনো উপায়ে ক্ষমতাকে কুক্ষিগত করাই তাদের রাজনীতির একমাত্র লক্ষ্য।’
নিজেদের স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আদর্শের নিকৃষ্ট ইতিহাসকে আড়াল করতে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্যই বিএনপি নেতারা বারবার এই চিত্তাকর্ষক পরিভাষাকে ব্যবহার করে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, দলটি তার দুর্নীতিবাজ ও সন্ত্রাসী নেতৃত্বের স্বার্থ চরিতার্থে জনগণের স্বার্থকে ঢাল হিসেবে সামনে নিয়ে আসে। বিএনপি অন্তরে ফ্যাসিবাদী আর মুখে গণতন্ত্রী। গণতন্ত্রকামী জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে।’
শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান কাদের।
অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন, বলার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেছেন—বিএনপি শক্তিহীনও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের ঘোষণার মধ্য দিয়ে আবারও বিএনপির শক্তি হীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দীনতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে। প্রকারান্তরে তিনি স্বীকার করেছে নিয়েছেন যে—কার্যত দলটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির যে কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সেটাই প্রতীয়মান হয়েছে।’
সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান জাতীয় সংসদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সে অর্থে বিরোধী দলকে ছায়া সরকার হিসেবেও অভিহিত করা হয়। সে জন্য যে কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক।’
ওবায়দুল কাদের বলেন, ‘যদি বিএনপি নেতাদের প্রশ্ন করি, বর্তমানে জাতীয় সংসদে তাদের আসনসংখ্যা কত? আর সেটা দিয়ে তাঁরা কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা জাতির সামনে প্রমাণিত।’
আগামী নির্বাচন ছাড়া জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হয়ে ওঠা কোনোভাবেই বিএনপির পক্ষে সম্ভব নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তবে কী ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে অগ্নি সন্ত্রাসের মতো ন্যক্কারজনক ও কাপুরুষোচিত শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে বিএনপি? দেশের সচেতন জনগণ মনে করে, দলটির এই দুরভিসন্ধিমূলক ঘোষণার নেপথ্যে দেশবিরোধী গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি নেতাদের “অতি অল্প সময়”-এর কোনো সীমা রেখা নেই। তাই বিএনপির হাঁকডাক হুমকি-ধমকিতে জনগণের কোনো আগ্রহ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘ফ্যাসিবাদী আদর্শের গর্ভে জন্ম নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ফ্যাসিবাদী অভিহিত করে একদিকে বিরোধী দলের ওপর দমন-পীড়নের মিথ্যা অভিযোগ করছেন। অন্যদিকে একই কণ্ঠে বলছেন, “শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি। ” সরকার যদি ফ্যাসিবাদী হয় তাহলে তাঁরা সরকারবিরোধী অপপ্রচার ও যথেচ্ছ মিথ্যাচার করেন কীভাবে? তাঁর এই দ্বিচারিতার কারণ হলো তাঁরা জনকল্যাণে কখনো কোনো রাজনীতি করেন না। যে কোনো উপায়ে ক্ষমতাকে কুক্ষিগত করাই তাদের রাজনীতির একমাত্র লক্ষ্য।’
নিজেদের স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আদর্শের নিকৃষ্ট ইতিহাসকে আড়াল করতে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্যই বিএনপি নেতারা বারবার এই চিত্তাকর্ষক পরিভাষাকে ব্যবহার করে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, দলটি তার দুর্নীতিবাজ ও সন্ত্রাসী নেতৃত্বের স্বার্থ চরিতার্থে জনগণের স্বার্থকে ঢাল হিসেবে সামনে নিয়ে আসে। বিএনপি অন্তরে ফ্যাসিবাদী আর মুখে গণতন্ত্রী। গণতন্ত্রকামী জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে।’
শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান কাদের।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১৮ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১৮ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
২১ ঘণ্টা আগে