Ajker Patrika

৭ জানুয়ারি বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২২: ৪৮
রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) বিদেশ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।

আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় যান দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

রাত ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফিরোজায় প্রবেশ করেন তাঁরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আগে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোন আলাপ হয়নি। আমরা তাঁর জন্য শুভকামনা জানিয়েছি।’

সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো।’

রাতে ফিরোজায় যান, বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

দলীয় সূত্র বলছে, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন। এ উপলক্ষেই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ। সাক্ষাতে খালেদা জিয়া বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে সূত্রটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত