নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান।
কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’
প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’
সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে।
পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।
সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান।
কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’
প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’
সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে।
পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১০ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১০ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১৩ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১৪ ঘণ্টা আগে