ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে: কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ২১: ২৪
আপডেট : ০৮ জুন ২০২৪, ২২: ০৩

সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান। 

কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’ 

প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’ 

সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’ 

তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে। 

পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত