Ajker Patrika

বিএনপির বিরুদ্ধে কাওয়ালি গাওয়া হচ্ছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপিকে ছোট করতে একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ওই যে দেখছেন না গান-বাজনার অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি গায়! সবাই কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কীভাবে বিএনপিকে খাটো করা যায়।

আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে হোটেল ফারসে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয়তাবাদী সমমনা জোটের এই ইফতারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি কিছু ঘটনার ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘গত কয়েক দিনে দেশে একটা আলোড়ন হচ্ছে, প্রচণ্ড রকমের আলোড়ন। এটা ছোটখাটো বিষয় নয়। আমাদের ছাত্র ভাইদের কে কে ডেকে নিয়ে গেছিল, কি করেছে না করেছে ইত্যাদি, ইত্যাদি।’

এর সূত্র ধরে বিএনপির এ নেতা বলেন, ‘অবস্থাটা এ রকম—নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় যাবে। এমন একটা ধারণা সবার ভেতর এসে গেছে।’

এ অবস্থায় বিএনপিকে কেউ কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। আমরা বুঝি না কেন এটা করে।’

তবে এই চেষ্টা সফল হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যত চেষ্টাই করেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের (বিএনপি) ঠেলে দেওয়ার সুযোগ নাই। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এ দেশে আইন আছে। সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিকভাবে বিচার হতে পারে, জামায়াতে ইসলামীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল।’

দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যারা ব্যক্তিগতভাবে চুরি-ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশের সবকিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি তো কখনো না করে নাই।’

মির্জা আব্বাস বলেন, ‘বিদেশে কিছু লোক আছে, ওই লোকগুলো বাংলাদেশকে কখনো শান্তিতে থাকতে দেবে না। কারণ তারা কারও না কারও এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।’

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিয়াবাড়ীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমের রক্তাক্ত মরদেহ

ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়: জারাকে সারজিসের জবাব

কিছুদিন আগে মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে—সারজিসকে ডা. তাসনিম

‘সারজিস নাগরিক পার্টি করতে পারলে আমরা কেন ছাত্রদল করতে পারব না’

অক্টোবরে সংসদ নির্বাচনের তফসিল, আগস্টের মধ্যেই ‘পূর্ণ প্রস্তুতি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত