নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমরা নির্বাচন করি পাঁচ বছর পর এক মাস, আর শেখ হাসিনা করেন পাঁচ বছরে প্রতিদিন—এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচন, তিনি (শেখ হাসিনা) হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত নির্বাচন হচ্ছে, তখনই ওই ডায়েরি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন। এই হচ্ছেন শেখ হাসিনা।’
বাংলাদেশের রূপান্তরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি পনেরো বছর আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ, বদলে যাওয়ার যে বাংলাদেশ, বাংলাদেশের যে ছবি, বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আমাদের এই জনপদে মহান সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন—একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু তিনি সব সময়ের জন্য রয়ে গেছেন। আরেকজন মুক্তির জন্য, তিনি হলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তাঁর মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।
আমরা নির্বাচন করি পাঁচ বছর পর এক মাস, আর শেখ হাসিনা করেন পাঁচ বছরে প্রতিদিন—এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচন, তিনি (শেখ হাসিনা) হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত নির্বাচন হচ্ছে, তখনই ওই ডায়েরি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন। এই হচ্ছেন শেখ হাসিনা।’
বাংলাদেশের রূপান্তরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি পনেরো বছর আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ, বদলে যাওয়ার যে বাংলাদেশ, বাংলাদেশের যে ছবি, বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আমাদের এই জনপদে মহান সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন—একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু তিনি সব সময়ের জন্য রয়ে গেছেন। আরেকজন মুক্তির জন্য, তিনি হলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তাঁর মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৭ মিনিট আগেআজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলটির নেতা–কর্মীরা। স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর সাভার থেকে রায়েরবাজারে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত করবেন...
১ ঘণ্টা আগেসাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম কর্মসূচির অংশ ছিল এটি।
২ ঘণ্টা আগেআত্মপ্রকাশের পর এবার দল গোছাতে মন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটি ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এই কারণে কেন্দ্রের পর এবার তৃণমূলে কমিটি গঠনের দিকে নজর দিয়েছে দলটি।
৯ ঘণ্টা আগে