নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছায়। তিনি আবেদনটি পড়েছেন। এরপর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।
সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। পরে তাঁর মুক্তির মেয়াদ আট দফা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানে বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছায়। তিনি আবেদনটি পড়েছেন। এরপর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।
সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। পরে তাঁর মুক্তির মেয়াদ আট দফা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানে বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) এবং অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
৩৪ মিনিট আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগেঅ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে