Ajker Patrika

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি
বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা
বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। এ রিপোর্টে প্রমাণিত হয়েছে হাসিনা বিশ্ব খুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এ সরকারের নেই। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভা। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভা। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনা হাজার মাইল দূরে বসে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, দিল্লিতে বসে হাসিনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের দাম কমান। মানুষের ক্রয়সীমার মধ্যে রাখুন। বেশি সংস্কার সংস্কার করে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত