Ajker Patrika

সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তকে সমর্থন জানাবে জামায়াত: নায়েবে আমির তাহের

অনলাইন ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তকে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে জানিয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা বলেছি এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।’

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সব ইতিবাচক সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। আমরা বলেছি এই সংস্কার কমিশন সিদ্ধান্তে পৌঁছার পরে যাতে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য।’

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘তাঁরা আমাদের সংস্কারের রিপোর্ট বই দেবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে তাঁদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাব।’

তাহের বলেন, ‘আমরা বলেছি, যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারে আমরা ঐকমত্য হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে উনারা তা করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত