প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভব: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৪
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ৪০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নির্বাচন ও জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠনের বক্তব্যকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। জোটটি বলছে, সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

আজ বৃহস্পতিবার রাজধানীর শিশুকল্যাণ ভবনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে তারা গত মঙ্গলবার উচ্চ আদালত কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল–সংক্রান্ত রায়কে স্বাগত জানান এবং বলেন—এই রায়ের মধ্য দিয়ে সংবিধানে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে রূপরেখার বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানান। তিনি বলেন, ‘বিদ্যমান যে পরিস্থিতি, তাদের (সরকারের) চার মাস পার হতে চলল। ইসি গঠন করা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ভোটার তালিকা হালনাগাদ করা। এটা মার্চ মাসে না নিয়ে এখন থেকে শুরু করলে হয়তো সর্বোচ্চ ছয় মাসে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব।’

সাইফুল হক বলেন, ‘সরকারের দক্ষতা যোগ্যতা যদি থাকে, সরকারের কাজে যদি গতি আনা যায়, তাহলে মনে করি—নিশ্চয়ই প্রয়োজনীয় পরিবর্তন সংস্কার করে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব, যেটা ইঙ্গিত (ড. ইউনূস) দিয়েছেন।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কতগুলো নীতিতে আমাদের একমত হতে হবে—যেমন, আমরা গণতন্ত্র উত্তরণে এই এই নীতি অনুসরণ করবে। আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু ড. মুহাম্মদ ইউনূস একটা পথনির্দেশিকা দিয়েছেন। কেউ বলতে পারেন, ছয় মাস বেশি নেওয়া হয়েছে, আরও কমানো যেতে পারে। কংক্রিট সাজেশন বলেন। অথবা এমনভাবে বলেন, যাতে একটা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারে। না হলে কিন্তু ভুল-বোঝাবুঝি হবে। যত বেশি বিভেদ হবে, ততই আমাদের আস্থা নষ্ট হবে।’

গুম কমিশনের রিপোর্টে ভয়াবহতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে মান্না বলেন, ‘আমাদের এমন ভয় আছে, হয়তো একসময় মানুষ মনে করবে বিচারগুলো না হলে কিসের ভোট। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব গুম-খুনের হুকুমদাতা, এসবও বলা হয়েছে। তাঁর বিচার না করে তো যাওয়া যাবে না।’

মান্না আরও বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে, এখন পর্যন্ত পুলিশ ঠিক হয়নি, জনপ্রশাসনও ঠিক হয়নি। উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, তাবলিগ জামাতের চারজনকে হত্যা করা হলো। অভ্যুত্থানে যাঁরা অগ্রভাবে ছিলেন, তাঁদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির গোটা প্রশাসন অক্ষুণ্ন রেখে গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ এগিয়ে নেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘আমলাদের শোধ-প্রতিশোধের তৎপরতা সরকারকে বিপদে ফেলে দিতে পারে।’

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘শুধু নির্বাচন করার জন্য আবু সাঈদ ও মুগ্ধরা জীবন দেয়নি। পরিবর্তনের কাজও করতে হবে, তা না করতে পারলে ভবিষ্যতে হতাশা বাড়বে।’

এদিকে, গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেছেন—বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দাবি, চার বছর আগে অবসরে যাওয়া মহিবুল হকের বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশে এক হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়। ওই মামলার বাদী সাবেক এই সিনিয়র সচিবের সংশ্লিষ্টতা না কথার হলফনামা দিলেও গত মাসে জামিন না দেওয়ার অভিযোগ করা হয়।

উল্টো মহিবুল হকের নামে জুলাই গণ-অভ্যুত্থানের এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টিকে ব্যক্তিগত প্রতিহিংসার চরিতার্থ করতে মহিবুল হকের ‍বিরুদ্ধে প্রশাসনের একটি পক্ষ মামলা করছে—বলে দাবি করেন গণতন্ত্র মঞ্চের এক নেতা। নেতারা বলেন, এই ধরনের হয়রানি ও প্রতিশোধমূলক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে।

অপর দিকে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানিয়েছে—নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাবে তাদের পক্ষ থেকে মহিবুল হকের নাম প্রস্তাব করা হয়। তিনি গণতন্ত্র মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ভাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ২৪ ডিসেম্বর বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত