Ajker Patrika

আইনমন্ত্রীর বক্তব্য অভব্য, সংসদের জন্য লজ্জাজনক: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭: ০০
আইনমন্ত্রীর বক্তব্য অভব্য, সংসদের জন্য লজ্জাজনক: রুমিন ফারহানা

সংসদ অধিবেশনকে বাজেট অধিবেশন না বলে ‘পদ্মা’ বা ‘বিএনপি’ অধিবেশন নামকরণের প্রস্তাব দিয়েছিলেন বিএনপির ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ তার পাল্টা বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পদ্মা সেতু স্বাধীনতার পর দেশের সব থেকে তাৎপর্যপূর্ণ অবকাঠামো। আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলব না কি ওনার (রুমিন ফারহানা) কাপড় নিয়ে কথা বলব?’

পরে ফ্লোর পেয়ে আইনমন্ত্রীর এমন বক্তব্যকে সংসদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় আইনমন্ত্রীর বক্তব্যের এমন প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, ‘যুক্তিবিদ্যার সবচেয়ে বড় ফ্যালাসি হচ্ছে অ্যাড হোমিনেম ফ্যালাসি (Ad Hominem Fallacy)। এর অর্থ হলো, যখন কোনো যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ করা। যখন যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ আসে। উনি আমার কথার কোনো যুক্তি না পেয়ে শেষমেশ আমার পোশাক নিয়ে আলোচনা হবে কি না, এমন অভব্য বক্তব্য দিয়েছেন যা আমরা আইনমন্ত্রীর কাছে আশা করি না। প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদের স্পিকার একজন নারী। তারপরও এই ধরনের কথা যখন আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন পুরো সংসদের জন্য লজ্জাজনক।’

বিএনপির এ সংসদ সদস্য বলেন, ‘ওনাকে (আইনমন্ত্রী) মনে করিয়ে দিই, পদ্মাসেতু নিয়ে ওনারা আলোচনা করতেই পারেন। ১৪৭ বিধিতে আলোচনা হয়েছেও। সরকারি দলের সদস্য ও আমরাও আলোচনায় অংশ নিয়েছি। কিন্তু বাজেট অধিবেশনে পদ্মা সেতু ও বিএনপিকে নিয়ে আলোচনা হয়েছে, তখন আমি দাবি করেছিলাম, “পদ্মা বাজেট” নাম দেওয়ার জন্য।’ 

এর আগে নির্বাচন কমিশনার সচিবালয়ের অর্থ বরাদ্দ প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় পদ্মা সেতু নিয়ে সংসদে রুমিন ফারহানার আলোচনার-সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই পদ্মা সেতু নিয়ে আলোচনা করব। কারণ স্বাধীনতার পর পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করব না কি ওনার কাপড় নিয়ে আলোচনা করব? আমি তো করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত