Ajker Patrika

জনগণ এই সরকারকে আর দেখতে চায় না: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮: ০৯
জনগণ এই সরকারকে আর দেখতে চায় না: খন্দকার মোশাররফ

দেশের মানুষ পরিবর্তন চায় দাবি করে গোলাপবাগ মাঠ ঘোষণা করা থেকে ১০ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জনগণ বার্তা দিয়েছে, তারা এই সরকারকে আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায়। জনগণের এই চাওয়াকে বাস্তবায়ন করতে গণতন্ত্রকামী সবাইকে এগিয়ে আসতে হবে। ১০ দফা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যত বাধা বিপত্তিই আসুক।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘আজকের যে সরকার, জনগণের সরকার নয়। তাই এই সরকারের জনগণের প্রতি ভ্রুক্ষেপ নাই। তাই আজকে এ দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত। আমাদের ১০টি সমাবেশে জনগণ পরিষ্কারভাবে ব্যক্ত করেছে—যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, তারা এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে না। তাই তারা (জনগণ) পরিবর্তন চায়।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামকে সরকার রুখে দিতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী অধিকার রক্ষার সংগ্রামকে কখনো দমানো যায় না।’ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হতে সবাইকে আহ্বান জানান তিনি। 

বিএনপির আয়জনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শাহজাহান ওমর, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত